My Sports App Download
500 MB Free on Subscription


নিগারের সেঞ্চুরিতে ১১০ রানের বড় জয় বাংলাদেশের

এক ম্যাচ আগেই সেঞ্চুরি পেয়েছিলেন নিগার সুলতানা। রবিবার সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের এই উইকেট কিপার ব্যাটার। তার অনবদ্য ১০১ রানের ইনিংসের উপর ভর করে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল ২৩৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে ১২৬ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলশ্রুতিতে ১১০ রানের বড় ব্যবধানে জয় পায় সালমা-রুমানা-জাহানারাদের নিয়ে গড়া বাংলাদেশ ইমার্জিং দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ দল ২৩৭ রানের স্কোর গড়ে। এর জবাবে খেলতে নেমে লেগস্পিনার ফাহিমা খাতুনের ঘূর্ণিজাদুতে কোনঠাসা হয়ে পড়ে প্রোটিয়া ব্যাটাররা। আনেকে বোশ ছাড়া কেউই থিতু হতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করা আনেকে দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেছেন। ৮১ বলে ৭ চার ও ১ ছক্কায় আনেকে তার নিজের ইনিংসটি সাজিয়েছেন। তিনি ছাড়া আর দুই ব্যাটসম্যান কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। প্রোটিয়াদের শেষ ব্যাটসম্যান ব্যাটিং না নামায় অ্যাবসেন্ট হার্ট হিসেবে আউট হলে সফরকারীদের ইনিংস থামে ৪৬.৫ ওভারে ১২৬ রানে।বাংলাদেশি বোলারদের মধ্যে লেগ স্পিনার ফাহিমা খাতুন ২৯ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন।

এছাড়া অফস্পিনার সালমা খাতুন দুটি এবং রিতু মনি, নাহিদা আক্তার ও লতা মণ্ডল একটি করে উইকেট নিয়েছেন।এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়েল সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ১৬ রানে ওপেনিং জুটি বিচ্ছিন্ন হলেও তিন নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা ওপেনার মুর্শিদা খাতুনের সঙ্গে ৯২ রানের জুটি গড়েন। মুর্শিদা ৪১ রান করে আউট হলেও নিগার নিজের সহজাত খেলা খেলতে থাকেন। এক ম্যাচ পর নিগারে ব্যাট আবার জ্বলে উঠেছে। আরেকবার খেললেন ১০১ রানের অপরাজিত ইনিংস। তার ব্যাটে চড়েই ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ২৩৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়। ১৩২ বলের ইনিংস ৮ চার ও একটি ছয়ের নিগার নিজের ইনিংসটি সাজিয়েছেন।এছাড়া প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া সোবহানা মোস্তারি খেলেছেন ৫২ বলে ৪৫ রানের দূর্দান্ত এক ইনিংস। ১ ছক্কা ও ৩ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়া ১৬ বলে একটি করে চার-ছক্কায় ২৫ রান করে অপরাজিত থাকেন লতা মণ্ডল। 

  •