My Sports App Download
500 MB Free on Subscription


করাচিতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান

১৪ বছর পর পাকিস্তান সফরে গেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমদিনের শেষ বিকালে কিছুটা কোনঠাসা হলেও দ্বিতীয় দিন ঘুরে দাঁড়িয়েছেন স্বাগতিক পাকিস্তান। স্কোরবোর্ডে ৪ উইকেট হারিয়ে ৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের সকালটা শুরু করেছিল পাকিস্তান। দিন শেষে ৮৮ রানের লিড নিয়ে শক্তিশালী অবস্থানে স্বাগতিকরা।

আগের দিনের শেষ বিকালে প্রোটিয়া বোলারদের তাণ্ডবের শঙ্কা নিয়ে দ্বিতীয় দিন শুরু করে পাকিস্তান। যদিও অপরাজিত দুই ব্যাটসম্যান আজহার আলী ও ফওয়াদ আলম ৯৪ রানের জুটিতে সেই ভয় উবে যায়। আজহার আলী ১৫১ বলে ৫১ রান করে আউট হলেও ফওয়াদ আলম সেঞ্চুরি পূর্ণ করেন। ২৪৫ বলে ৯ চার ও ২ ছক্কায় ফাওয়াদ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি (১০৯) পূর্ণ করেন। ইনিংসের মাঝে ফাওয়াদকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ান (৩৩) ও ফাহিম আশরাফ (৬৪)।

৫৯ বলে ৩৩ রান করে রিজওয়ান ও ৮৪ বলে ৬৪ রান করে আউট হন ফাহিম। দ্বিতীয় দিনশেষে পাকিস্তান থামে ৮ উইকেটে ৩০৮ রানে। দ্বিতীয় দিন শেষে পাকিস্তান ৮৮ রানে এগিয়ে রয়েছে। হাসান আলী ১১ ও নৌমান আলি ৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন।প্রোটিয়াদের পক্ষে কাগিসো রাবাদা, এনরিক নরকিয়া, লুঙ্গি এনগিদি, কেশব মহারাজা চারজনই পেয়েছেন দুইটি করে উইকেট। এর আগে পাকিস্তানের বোলারদের সামনে অসহায় আত্মসমপর্ণ করে দক্ষিণ আফ্রিকা। ইয়াসির শাহ, নৌমান আলী ও শাহীন আফ্রিদির বোলিংয়ের সামনে ২২০ রানে অলআউট হয় প্রোটিয়ারা।