My Sports App Download
500 MB Free on Subscription


সাগরপাড়ে রফিক ঝড়

বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি-(টেন ডট টেন) এর খেলায় সাগর পাড়ে রফিকের ব্যাটিং ঝড় দেখা গেছে। তার বিধ্বংসী ব্যাটিংয়ে হার মেনেছে হাবিবুল বাশারের জেমকন টাইটান্স।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম দিনের প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৩ বলে তিন ছয়ের সাহায্যে ২২ রান করেন রফিক। এ ছাড়া ২২ বল করে ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। রফিকের অলরাুন্ডস পারফরম্যান্সে ভর করে জেমকন টাইটান্সকে ১৮ রানে হারায় একমি স্ট্রাইকার্স।উদ্বোধনী ম্যাচে টস হেরে একমি স্ট্রাইকার্স ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১১২ রান। সর্বোচ্চ ৩৩ রান আসে মাহবুবুল আলম রবিনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন মুশফিকুর রহমান বাবু। 

জেমকন টাইটানসের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন আশিক মজুমদার ও হান্নান সরকার। এছাড়া সঞ্জয় চক্রবর্তী নেন এক উইকেট।১১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৫ রানে থামে জেমকন টাইটান্স। ওপেনার জাভেদ ওমর বেলিম সর্বোচ্চ ৪৯ রান করেন। এ ছাড়া হারুনুর রশিদ ৩৮ রান করেন। শেষ পর্যন্ত ১৮ রানে হেরে মাঠ ছাড়ে হাবিবুল বাশারের এই দল।একমি স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মোহাম্মদ রফিকের। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

এদিকে একাডেমি মাঠে চলা অন্য ম্যাচে বড় জয়ে পেয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর দল বৈশাখী বেঙ্গললস। টস জিতে জাদুবে স্টার্স আগে ব্যাটিং করে নির্ধারিত ৭০ বলে ৭ উইকেট হারিয়ে ৯১ রান করে। সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত ছিলেন সজল। বৈশাখী বেঙ্গলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আলমগীর কবির। ২টি উইকেট নেন মনির।৯২ রান তাড়া করতে নেমে ৫৯ বলেই ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বৈশাখী বেঙ্গল। ওপেনিংয়ে নেমে হাফসেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মাসুদ। ৩২ রান করে সাজঘরে ফেরেন টিংকু। ৮ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নান্নু নিজেই।