জাতীয় দলের আন্তর্জাতিক সিরিজ থাকায় বিগ ব্যাশের আসন্ন আসরে খেলতে পারবেন না ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। টুর্নামেন্টটির আসন্ন আসরে মেলবোর্ন স্টারসের হয়ে খেলার কথা ছিল ডানহাতি এই ব্যাটসম্যানের। তাঁর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
তবে টুর্নামেন্টের শুরু থেকেই ফ্লেচারকে দলে পাচ্ছে না মেলবোর্ন স্টারস। কেননা সে সময় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জাতীয় দলের সঙ্গে থাকবেন তিনি। তবে জানুয়ারির ২৬ তারিখ থেকে মেলবোর্নের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
ফ্লেচারকে দলে নিতে পেরে বেশ উচ্ছ্বাসিAত মেলবোর্ন স্টারসের প্রধান কোচ ডেভিড হাসি। দলে তাঁর অন্তর্ভুক্তিতে ব্যাটিং অর্ডারের শক্তি বৃদ্ধি পাবে বলেও মনে করছেন তিনি।
হাসি বলেন, 'আমরা আনন্দিত যে আন্দ্রে আমাদের সাথে যোগ দিতে যাচ্ছেন। তাঁর দলে অন্তর্ভুক্তির ফলে আমাদের ব্যাটিং অর্ডারে শক্তি বাড়বে। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের বিনোদন তিনি নিয়ে আসবেন।'
'আন্দ্রে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জিতেছেন, তাই তিনি জানেন যে বড় টুর্নামেন্টে সফল হতে কি লাগে এবং আমি নিশ্চিত যে তিনি আমাদের দলের জন্য দুর্দান্ত এক সম্পদ হবেন।'
এদিকে পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে চতুর্থ বিদেশী খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস। এর আগে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো, আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং তরুণ আফগান স্পিনার নূর আহমেদকে দলে ভিড়িয়েছিল তাঁরা।