My Sports App Download
500 MB Free on Subscription


বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচার নিয়ে কী ভাবছে বিসিবি?

সাম্প্রতিক সময়ে করনো পরিস্থিতি খারাপ হওয়ার কারনে স্বাস্থ্য অধিদপ্তর বেশ কঠোর। বিশেষ করে ভারতীয়দের ব্যাপারে কঠোরতা আরও বেশি। ভারত থেকে আসা যে কোন যাত্রীর দুই সপ্তাহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতেই হবে। এই কড়াকড়ি কারনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজের টিভি সম্প্রচার নিয়ে জটিলতায় পড়েছে বিসিবি। যদিও ইতিমধ্যে বিকল্প অনেক কিছুই ভেবে রেখেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশে আন্তর্জাতিক সিরিজের টিভি সম্প্রচার যে চ্যানেলই করুক না কেন। এই সকল টিভির মিডিয়া ক্রু সাধারণত ভারতীয় হয়ে থাকেন। ক্যামেরা ক্রু থেকে শুরু করে সব টেকনিক্যাল ক্রু-ই ভারতীয়রা। সিরিজ শুরু হওয়ার তিন-চার দিন আগে এসে, সমস্ত সেটআপ করেন। 

কিন্তু এখন বিধি-নিষেধ থাকায় ভারতীয়দের ব্যাপারে কঠোর স্বাস্থ্যমন্ত্রণালয়। এই মুহুর্তে বিসিবির সামনে খুব বেশি পথ খোলা নেই। স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে কোয়ারেন্টাইনে ছাড় আদায় করার কিংবা অন্য কোন দেশ থেকে ক্রু এনে সিরিজটি সম্প্রচার করা যায় কিনা সেটি ভাবা।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে নিজেদের ভাবনার কথা বলেছেন, ‘এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। সরকারে প্রটোকোল যেসব প্রটোকোল আছে, তার মধ্য থেকেই কাউকে আনা যায় কিনা। এছাড়া আমরা অন্য অপশনগুলো দেখছি। বিশ্বের অন্য যেসব দেশে ক্রিকেট হচ্ছে, সেসব জায়গা থেকে ক্রু এনে খেলাগুলো চালাব।’

এতো জটিলতার মধ্যে সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখছেন না প্রধান নির্বাহী, ‘সিরিজ অনিশ্চয়তার কোন সম্ভাবনা দেখছি না। চ্যালেঞ্জতো আছেই। যাতে এই ধরনের জটিলতা এড়ানো যায়, সেই চেষ্টা আমরা করছি।’

  •