My Sports App Download
500 MB Free on Subscription


ফরাসি ওপেন থেকে নিজেই সরলেন প্রাক্তন এক নম্বর ওসাকা

ফরাসি ওপেন থেকে সরে গেলেন নেয়োমি ওসাকা। কিছু দিন আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন এই জাপানি টেনিস তারকা। তারপর নানা রকম কটূক্তি শুনতে হয় তাঁকে। সেই কারণেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ওসাকা।

প্রথম পর্বে জয় পেয়েছিলেন সহজেই। সোমবার জাপানের এই মহিলা টেনিস তারকা টুইট করে লেখেন, ‘আমি সরে গেলে এই প্রতিযোগিতা, অন্য টেনিস খেলোয়াড় এবং বাকি সকলের জন্য ভাল হবে। সকলে তা হলে খেলায় মন দিতে পারবে’।

রবিবার প্রথম পর্বে প্যাট্রিক মারিয়া টিগকে হারিয়ে দেন ওসাকা। ৬-৪, ৭-৬ ব্যবধানে জয় পান তিনি। পরের দিনেই এমন সিদ্ধান্ত চমকে দিয়েছে টেনিস মহলকে। কিছু দিন আগে ওসাকা জানিয়েছিলেন যে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললে মানসিক স্থিতি নষ্ট হয়। সেই জন্য সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন না তিনি।