My Sports App Download
500 MB Free on Subscription


মিসবাহ-ওয়াকারের চলে যাওয়ার পরই ফিরবেন আমির!

সম্প্রতি পাকিস্তানের দলের ম্যানেজম্যান্টকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আমির। যেখানে আলাদা করে অভিযোগ তুলেছিলেন প্রধান কোচ মিসবাহ উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনুস। অবসরের সময় তিনি জানিয়েছিলেন, তাঁদের মানসিক নির্যাতনের কারণেই তিনি বাধ্য হয়ে অবসর নিয়েছিলেন।

যদিও আমিরের এসব অভিযোগ নাকোচ করে দিয়েছেন মিসবাহ এবং ওয়াকার। সংবাদ সম্মেলনে উল্টো আমির এসব বানিয়ে বানিয়ে বলছে বলে অভিযোগ করেছিলেন মিসবাহ। সেই সঙ্গে মিসবাহ জানিয়েছিলেন, কোনো রেষারেষি নয়, কেবল পারফরম্যান্সের কারণেই আমিরকে তারা বাদ দিয়েছেন।

এ নিয়ে বেশ কয়েকদিন দুই পক্ষের পাল্টাপাল্টি কথার যুদ্ধ চলছে। যদিও পাকিস্তানের ক্রিকেটে এমন সংস্কৃতি নতুন নয়। আন্তর্জজাতিক ক্রিকেটকে বিদায় বললেও আবার ক্রিকেটে ফিরতে চান বলে জানিয়েছেন আমির। সেখানে অবশ্য অদ্ভুত শর্ত জুড়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার।

এ প্রসঙ্গে টুইটারে আমির লিখেছেন, ‌‌'আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই যে, এই টিম ম্যানেজম্যান্ট চলে গেলেই কেবল আমি পাকিস্তানের হয়ে খেলবো। সুতরাং ভুয়া খবরগুলো ছড়ানো বাদ দিন, যেসব আপনি আপনার গল্প বিক্রি করার জন্য করে থাকেন।'

পাকিস্তানের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে ২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আমির। পরিবর্তে দলের তরফ থেকে অপমান ছাড়া তিনি কিছু পাননি বলে অভিযোগ করেছিলেন ২৮ বছর বয়সি সাবেক এই পেসার।

পাকিস্তান জাতীয় দলের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে এবং ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আমির। যেখানে তিন ফরম্যাটে যথাক্রমে ১১৯, ৮১ ও ৫৯টি উইকেট নিয়েছেন সাবেক এই পেসার।