My Sports App Download
500 MB Free on Subscription


আইসোলেশনে তামিম, সকালে করোনা পরীক্ষা

ফরচুন বরিশালের হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামলেও ফিল্ডিংয়ের সময় ছিলেন না তামিম ইকবাল। দলটির ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে ছিলেন মেহেদি হাসান মিরাজ। সে সময় দলীয় সূত্র জানিয়েছিল, কুয়াশা থাকায় ঠাণ্ডা যেন না লাগে সে জন্যই ফিল্ডিংয়ে নামেননি বরিশালের অধিনায়ক।

শুক্রবার রাত থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তামিম। সকালে ভালো অনুভব করায় বেক্সিমকো ঢাকার বিপক্ষে নেমেছিলেনও। তবে ব্যাটিং শেষে দুর্বলতা অনুভব করায় বিসিবির মেডিকেল ইউনিট তামিমকে হোটেলে পাঠিয়ে দেন।

বর্তমানে আইসোলেশনে আছেন বরিশালের অধিনায়ক। সেই সঙ্গে রবিবার সকালে করোনা পরীক্ষা করা হবে দেশসেরা এই ওপেনারের। দলটির মিডিয়া ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেইজে তামিম নিজেই বিষয়টি জানিয়েছেন। 

বরিশালের অধিনায়ক লিখেছেন, 'গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়।'

'আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি। কালকে আমার সবধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি' আরও যোগ করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

অধিনায়ক তামিমকে ছাড়াই অবশ্য এদিন ঢাকার বিপক্ষে ২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বরিশাল। সেই সঙ্গে শেষ চারের টিকিটও পেয়েছে দলটি। ৮ ম্যাচে ৩ জয় পাওয়া বরিশাল সোমবার এলিমেনেটরে ঢাকার মুখোমুখি হবে।

  •