সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজম্যান্টের ওপর অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মোহাম্মদ আমির। তবে আবেগপ্রবণ হয়ে এমন সিদ্ধান্ত নেয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মোহাম্মদ আসিফ। তিনি মনে করেন, অবসরের জন্য তাকে ভবিষ্যতে অনুশোচনায় ভুগতে হবে।
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেট ফিরলেও শুরুতে নিজের সহজাত স্বভাবে ফিরতে পারেনি আমির। তবে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আলো ছড়িয়েছিলেন এই পেসার। পাকিস্তানের শিরোপা জয়ে রেখেছিলেন তিনি। তবে গেল ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে অনিয়মিত হয়েছেন পাকিস্তানের এই তারকা পেসার।
এর আগে সীমিত ওভারের ক্রিকেট মনোযোগী হতে ২০১৮ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। তবে তখন তাঁর এমন সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি পাকিস্তানের ক্রিকেট সমর্থক কিংবা বিশ্লেষকরা। গুঞ্জন ওঠেছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এই পেসার। এরপর বেশ কয়েকদিন আগে টিম ম্যানেজম্যান্টের ওপর মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিদায় বলে জাতীয় দলকে।
বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজম্যান্টের সমালোচনা করলেও আমিরের এমন সিদ্ধান্ত নিয়ে ভালোভাবে নেননি অনেকে। কয়েকদিন আগে ইনজামাম-উল-হক জানিয়েছিলেন,এই ধরণের আবেগি সিদ্ধান্ত আমিরকে অনুশোচনায় ফেলতে পারে। তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন আসিফও।
অবসর নেয়ার ক্ষেত্রে আমির ভুল সিদ্ধান্ত নিয়েছে মন্তব্য করে আসিফ বলেন, ‘বর্তমান কোচদের এবং টিম ম্যানেজমেন্টের ত্রুটি থাকা সত্ত্বেও আমি এখনও বিশ্বাস করি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ক্ষেত্রে মোহাম্মদ আমির ভুল সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা শেষের পর আমিরের ক্ষেত্রে সবকিছুই সহজ হয়ে গিয়েছিল এবং এ কারণেই সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে গেছে। সবগুলো বিষয় বিবেচনা করলে আমি মনে করি সে তার সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে অনুশোচনা করবে। একজন খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি লিগগুলোতে খেলা খুব স্বল্প সময়ের অর্জন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট এমন একটি জায়গা যেখানে প্রজন্ম তৈরি করে।’