My Sports App Download
500 MB Free on Subscription


তৃতীয় টেস্টে ফিরছেন ওয়ার্নার, পুকোভোস্কি

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কুঁচকির চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। যে কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ এবং প্রথম দুইটি টেস্ট খেলা হয়নি তাঁর।

এদিকে ভারত 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাথায় বল লেগে ইনজুরিতে পড়েছিলেন অভিষেকের অপেক্ষায় থাকা ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান উইল পুকোভস্কি। যে কারণে অভিষেকের অপেক্ষা দীর্ঘায়িত হয় শেফিড শিল্ডে রেকর্ড গড়া এই ব্যাটসম্যানের।

অন্যদিকে মর্যাদার বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্ট শেষে সুবিধাজনক অবস্থানে নেই অস্ট্রেলিয়া। ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টেস্টে এই দুই ব্যাটসম্যানকে সেরা একাদশে পেতে তাই বেশ আশাবাদী দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড।

এ প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, 'আমরা আশা করছি যে ডেভিড (ডেভিড ওয়ার্নার) খেলবেন। সুতরাং আমি তাঁর সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পারি বা তাঁরা (টিম ম্যানেজমেন্ট) কোনও পরিবর্তন আনতে পারে।'

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই নিজের ছোট্ট ক্যারিয়ারে ইতিমধ্যে ৯ বার কনকাশন ইনজুরিতে পড়েছিলেন পুকোভস্কি। ডিসেম্বরের শুরুতে নবম বারের মত পড়া এই ইনজুরি থেকে ইতিমধ্যেই সেরে উঠেছেন তিনি। এমনকি দলের সঙ্গে থেকে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন বলেও জানান ওয়েড।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'গত দুইদিন ধরে পুকোভস্কি বিভিন্ন ধরণের কনকাশন প্রোটোকল অতিক্রম করেছে। সে দলের সঙ্গে থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গত দুইদিন ধরে কঠোর অনুশীলনও চালিয়ে যাচ্ছে।'

 

  •