My Sports App Download
500 MB Free on Subscription


ক্যান্ডির উইকেটে বোলারদের জন্য কিছু নেই: তাসকিন

বাংলাদেশ ৭ উইকেটে ৫৪১ রানে ঘোষণা করেছে প্রথম ইনিংস। আর শ্রীলঙ্কা চতুর্থ দিন শেষে স্কোরে জমা করেছে ৩ উইকেটে ৫১২ রান। পিছিয়ে আছে মাত্র ২৯ রানে। ক্যান্ডি টেস্টের চতুর্থ দিনে কোনও উইকেটই পড়লো না। সত্যি বোলারদের জন্য কিছু নেই পাল্লেকেলের উইকেটে! তাসকিন জানালেন ক্যান্ডির উইকেটে বোলারদের জন্য কিছুই নেই।

বাংলাদেশের বোলারদের অসহায়ত্বের বিপরীতে শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সাবলিল ব্যাটিং করে গেছেন। হাসির ফোয়ারা। যে শট যেভাবে খেলতে চেয়েছেন, সেভাবেই পেরেছেন। চতুর্থ দিনের খেলা শেষে তাসকিনের কণ্ঠে তাই অসহায়ত্ব। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই পেসার জানালেন, ‘টেস্ট ক্রিকেটে এমন উইকেটে বোলারদের জন্য অনেক কঠিন। ওদের বোলাররাও দেখেন লাকমাল ৩৫ ওভার বল করেছে। আসলে উইকেটটাই এমন, সুযোগ তৈরী করার অপশন কম। ভালো বল একটু ঊনিশ বিশ হলে, সেটা বাউন্ডারি হয়ে যাচ্ছে। উইকেটে আরও একটু সুবিধা পাওয়া গেলে ভাল হত। বোলারদের জন্য সত্যিই কঠিন ছিলো।’

তাসকিনরা শ্রীলঙ্কাতে আরও ভালো উইকেট আশা করেছিলেন, ‘টেস্ট ক্রিকেটটাই এমন হয় টার্ন থাকবে না হয় সিমিং হবে। টার্ন থাকলে স্পিনাররা ভাল করবে,সিমিং হলে পেসাররা ভাল করবে। কন্ডিশন ভিন্ন হলে পরিকল্পনাও ভিন্ন থাকত। তো আশা করেছিলাম আরও একটু ভালো উইকেট। কন্ডিশন এমন কিছুই করার নেই। চেষ্টা করছি ভাল জায়গা বল করতে। কীভাবে রান কম দেওয়া যায়, দল কিভাবে উপকৃত হবে, সেই চেষ্টাই করছি। আমি আমার স্ট্রেংথ অনুযায়ী বল করার চেষ্টা করছি। উইকেটে যেহেতু সহায়তা নেই, কিছু করার নেই।’

  •