My Sports App Download
500 MB Free on Subscription


তামিমের সঙ্গী হয়ে ইমনের আনন্দ

বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে ব্যাটিং করতে পেরে ভীষন খুশি যুব বিশ্বকাপজয়ী দলের ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। মঙ্গলবার দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে তরুণ এই টপ অর্ডার ব্যাটসম্যানই ছিলেন উজ্জ্বল। ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ রান ৫১ এসেছে তার ব্যাট থেকে। নিজের সাফল্যের দিনে ইমনের আনন্দ প্রিয় ক্রিকেটার তামিমের সঙ্গে ব্যাটিং করতে পারায়। 

এমনিতে তামিমের মতো এমনও চট্টগ্রাম থেকে উঠে এসছেন। ছোট বেলায় তামিমের খেলা দেখেই বেড়ে উঠা। মঙ্গলবার তামিমের সঙ্গে ব্যাটিং করার অনুভূতি জানাতে গিয়ে ইমন বলেছেন, ‘অনুভূতি অবশ্যই অনেক ভালো। উনি আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার। ওরানর সাথে ব্যাটিং করতে পেরে সত্যি আমি অনেক খুশি।’

অভিজ্ঞ তামিম ইকবালকে একপাশে রেখে দারুণ শুরু করেন চট্টগ্রাম থেকে উঠে আসা এই ক্রিকেটার। শফিউল ইসলামের প্রথম তিনটি বল সমীহ করলেও পঞ্চম বল লং অন দিয়ে সীমানা ছাড়া করেন। ছক্কা মেরেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের রানের খাতা খোলেন তিনি। সাকিব, মাহমুদউল্লাহ, শফিউল, আল আমিন- কেউই বাদ পড়েননি তার ব্যাটের সামনে। ৪২ বলের ইনিংসে ৩ চার ও ৪ ছক্কা ছিল ইমনের ইনিংসে। ছক্কার শুরুটা করেছিলেন তিনি শফিউলকে দিয়ে। দ্বিতীয় ছক্কাটি মারেন আল আমিনকে, স্কয়ার লেগ দিয়ে মারা শটটি ছিল দেখার মতো।  

এমন একটি ইনিংসের খেলার পরও ইমনের চোখ সামনের দিকে। এক প্রশ্নের জবাবে ইমন বলেছেন, ‘যা হয়েছে আলহামদুলিল্লাহ। ইনিংসটা আরও ভালো করা যেত। সামনের ম্যাচগুলোতে আরও ভালো করার দিকে নজর থাকবে। ব্যাটে-বলে ভালো মিডলিং হচ্ছে, ইনিংসটা আরও বড় করার চেষ্টা করবো।’বয়সভিত্তিক ক্রিকেট খেলে উঠে আসা ইমন এখনই বড়দের ক্রিকেটের সঙ্গে পার্থক্য বুঝে গেছেন, ‘ আসলে পার্থক্যটা অনেক। এখানে অনেক বেশি অভিজ্ঞতার দরকার। তো দুই জায়গায় আমার কাছে অভিজ্ঞতার পার্থক্যটাই বেশি লেগেছে।’