My Sports App Download
500 MB Free on Subscription


ডিসেম্বরে বাংলাদেশে বসবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

চলতি মাসে মাঠে গড়ানোর কথা ছিল নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের এই বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ। যদিও করোনা মহামারীর কারণে তা স্থগিত করে দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে এ বছরের ডিসেম্বরেই বাংলাদেশে বসবে আসরটি।

আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশের বিভাগীয় কোচদের মাধ্যমে প্রতিভাবান ক্রিকেটার বাছাই প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং। সেই সঙ্গে এর সহযোগিতায় থাকছে গেম ডেভেলপমেন্ট বিভাগ। 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র উইমেন্স উইং এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। মিরপুরে তিনি বলেন, 'আপনারা জানেন যে আমরা (মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের) আয়োজক হতে যাচ্ছি যেটা গত বছর হওয়ার কথা ছিল। করোনা মহামারীর কারণে হয়নি। এই বছর শেষের দিকে ডিসেম্বরে সেটা বাংলাদেশে অনুষ্ঠিত হবে।'

বিশ্বকাপের জন্য দল গোছাতে শুরু করেছে বিসিবি। যার জন্যই মূলত শুরু হয়েছে এই বাছাই প্রক্রিয়া। নাদেল বলেন, 'আমাদের প্রস্তুতির একটি অংশ হিসেবে আমরা ইতোমধ্যে সারাদেশে ক্রিকেট বোর্ডের বিভাগীয় কোচদের মাধ্যমে বাছাই প্রক্রিয়া শুরু করেছি। এখন আমরা করবো আমাদের গেম ডেভলপমেন্টের সহায়তায় এবং নারী বিভাগ যৌথভাবে বিভিন্ন বিভাগে পুরো দেশে জেলাভিত্তিক আমরা অনুর্ধ্ব ১৭ দলগুলো প্রস্তুত করতে চাই' আরও যোগ করেন তিনি।

'সেই জায়গা থেকে বাছাই করে আমাদের জাতীয় দলও গড়ব। এই প্রক্রিয়ার মধ্যে দুটি কাজ হচ্ছে। প্রতিটি জেলায় মেয়েদের একটা দল হয়ে যাচ্ছে, বিভাগেও হবে। জাতীয়ভাবেও আমরা আরেকটি দল তৈরি করবো। ভবিষ্যতে তাদেরকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী দেখা যাবে এই দলটাই জাতীয় পর্যায়ে একটা সময় আমাদের প্রতিনিধিত্ব করবে' আরও যোগ করেন তিনি।

বাছাই প্রক্রিয়া সম্পর্কে নাদেল আরও বলেন, 'স্বাস্থ্যবিধির দিকে আমরা অবশ্যই গুরুত্ব দিবো। এ বিষয়ে কোন ধরণের শৈথল্য বা কার্পণ্য থাকবে না। কিন্তু আমাদের এই খেলোয়াড়দের বাছাই করতে ইতোমধ্যেই বিভিন্ন বিভাগ থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করছি। সেখান থেকে বাছাই করে আমাদের পরবর্তী কাজ শুরু করবো। ভিডিও ফুটেজ পাঠানোর জন্য আমরা তাদেরকে বলেছি। আমরা ৭ থেকে ১৭ জানুয়ারির মধ্যেই ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করবো এবং এই জায়গা থেকে আমাদের বাছাই প্রক্রিয়াটা শুরু করবো।'

'এই জায়গায় আমরা একটা বয়সসীমা নির্ধারন করে দিয়েছি। আপনারা জানেন আইসিসিতে ১৪ বছরের নিচে কারো অংশগ্রহণ করার সুযোগ নেই এবং আমরা সেটাও করছি না। আমরা ১লা সেপ্টেম্বর ২০০৩ থেকে ৩১ আগস্ট ২০০৬ এই সময়সীমায় যারা জন্মগ্রহণ করেছেন তারাই আমাদের এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং এই ভিডিও ফুটেজগুলো তারা নিজস্ব উদ্যোগে আমাদের কাছে পাঠাবে' যোগ করেন তিনি।