চট্টগ্রামের ইনিংসের চতুর্থ ওভারেই মাঠ থেকে বেরিয়ে যেতে হয় জেমকন খুলনার উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসানকে। মাথায় আঘাত পাওয়া এই ক্রিকেটার ২৪ ঘন্টার পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন খুলনার ফিজিও মুজাদ্দেদ সানি।
মঙ্গলবার সকালে ফিজিওর বরাত দিয়ে খুলনার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ‘বিসিবির চিকিৎসকদের পাশাপাশি আমরাও জাকিরকে পর্যবেক্ষণে রেখেছি। সব কিছুই তার স্বাভাবিক মনে হয়েছে। কিছুটা মাথা ব্যাথা ছাড়া আর কোন সমস্যা নেই। ইতিমধ্যে ঔষধও চলছে। ম্যাচ শেষে হোটেলে ফিরে তার অবস্থা আমরা গভীর ভাবে পর্যবেক্ষণ করছি। তিনি আরও ২৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন।’
সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় জাকিরকে। চট্টগ্রামের ব্যাটসম্যান মাহমুদুল হাসানের সাথে জাকিরের সংঘর্ষ হয়েছিল। ৩.৩ বলে এক রান নিতে উইকেটের প্রান্ত বদল করতে গিয়ে চট্টগ্রামের ব্যাটসম্যান মাহমুদুল হাসান ধাক্কা খান জাকির হাসানের সঙ্গে। খুলনার এই ক্রিকেটার মাথায় আঘাত পেয়ে মাটিতে শুয়ে পড়েন। তৎক্ষণাত জাকিরকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। বাকি সময়টাতে বদলি উইকেট কিপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এনামুল হক।