My Sports App Download
500 MB Free on Subscription


ফাইনালে যাওয়ার মিশনে বিকেলে মাঠে নামছে ঢাকা-চট্টগ্রাম

দুই দলের সামনেই আরেকটি সুযোগ ফাইনালে যাওয়ার। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটায় ফাইনালে যাওয়ার মিশন নিয়ে মাঠে নামবে বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। এই ম্যাচটিতে যারা জিততে, তারা আগামী শুক্রবার জেমকন খুলনার সঙ্গে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।

সোমবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এলিমেন্টের রাউন্ডে ফরচুন বরিশালকে বিদায় করে বেক্সিমকো ঢাকা ফাইনালে যাওয়ার পথটা পরিষ্কার করেছিল। আজ চট্টগ্রামের বিপক্ষে তাদেরও ফাইনালে যাওয়ার মিশন। দিনের অন্য ম্যাচে জেমকন খুলনার সঙ্গে হেরেও আরেকটি সুযোগ পায় গাজী গ্রুপ চট্টগ্রাম। চলতি টুর্নামেন্টের শুরু থেকে সবচেয়ে সফল দল ছিল চট্টগ্রাম। টুর্নামেন্টের শুরু থেকে টানা জয়ের ছন্দে থাকা চট্টগ্রাম টেবিলের এক নম্বরে থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে এসেই হোঁচট খেল চট্টগ্রাম। জেমকন খুলনার কাছে হেরে গেল ৪৭ রানে।

গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে গতকাল ঢাকার অধিনায়ক মুশফিক বলেন, ‘জয়ের মধ্যে থাকলেও ব্যক্তি ও দল হিসেবে আমাদের উন্নতির জায়গা আছে আরো। সুতরাং আগামীকাল (আজ) আরেকটা ম্যাচ আছে, আশা করি জিতব, দেখা যাক, আশা করি, দল হিসেবে খেলতে পারব।’

বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, আল আমিন জুনিয়র, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।

গাজী গ্রুপ চট্টগ্রাম : লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।

  •