কিছুদিন আগেই নিউজিল্যান্ডে অবস্থানরত পাকিস্তান ক্রিকেট দলের ৬ ক্রিকেটারের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পেয়েছিল নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগ। দ্বিতীয় ধাপের পরীক্ষায় এবারে আরও একজনের দেহে মহামারি এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। এই নিয়ে পাকিস্তানের ৫৩ জনের বহরের ভেতর ৭ জন করোনা পজিটিভ হলেন।
বিবৃতিতে বলা হয়েছে, ' পাকিস্তান দলের আরও একজনের করোনা পজিটিভ এসেছে। আগের ছয় জন বাদে বাকিদের ফলাফল নেতিবাচক এসেছে।'
নতুন করে শণাক্ত হওয়া এই ক্রিকেটারকে বাকি ছয় জনের মতো আইসোলেশনে রাখা হয়েছে। একইসঙ্গে পরো দল বাধ্যতামূলক ১৪ দিনের রুম কোয়ারেন্টাইনে রয়েছে। একই সঙ্গে তাঁরা এ সময় পাচ্ছেন না কোনো অনুশীলনের সুযোগ।
এর আগে ইংল্যান্ড সফরের সময় পাকিস্তানের ৯ জন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছিলেন। এবার নিউজিল্যান্ড সফরেও তাদের মধ্যে দুইজন আবারো করোনায় আক্রান্ত হলেন। আর এই দুইজনের ফলাফলকে কটাক্ষ করে ঐতিহাসিক বলে ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
নিউজিল্যান্ড সফরে পাকিস্তান জাতীয় দল ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট সিরিজ খেলবে। যেটি ২০ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।