দ্বিতীয় স্তরের প্রথম রাউন্ডের অন্য ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। ম্যাচটিতে যুব বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার শাহদাত হোসেন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। শাহদাতের ১০৮ রানের ইনিংসের উপর ভর করেই চট্টগ্রাম ২৮৭ রানের সংগ্রহ দাঁড় করায়।
চট্টগ্রামের ইনিংস গুড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাজশাহীর পেসার ফরহাদ হোসেন। তিনি ৪৪ রানে চারটি উইকেট নিয়েছেন। এছাড়া আসাদুজ্জামান পায়েল, তাইজুল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন। ২৮৭ রান পেছনে থেকে রাজশাহী নিজেদের ইনিংস শুরু করে। কিন্তু চট্টগ্রামের দুই পেসার মেহেদী হাসান ও নোমান মোহাম্মদের তোপের মুখে ১৫২ রানে অলআউট হয় স্বাগতিকরা। সর্বোচ্চ ২৭ রান আসে অলরাউন্ডার ফরহাদ রেজার ব্যাট থেকে।
চট্টগ্রামের পেসার নোমান ৪৭ রানে চারটি এবং মেহেদী হাসান ৫৫ রানে তিনটি উইকেট নিয়েছেন। ১৩৫ রান এগিয়ে থেকে চট্টগ্রাম নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করেছে তারা। মাহমুদউল হাসান জয় ২৬ রানে অপরাজিত আছেন।প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী বোলিং করেছেন ফরহাদ। তিন উইকেট নিয়ে দলের সেরা বোলার তিনিই। এছাড়া শফিকুল ও তাইজুল একটি করে উইকেট নিয়েছেন।