My Sports App Download
500 MB Free on Subscription


মেয়েদের ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা বিসিবির

গত বছর করোনার কারণে স্থগিত হয়ে যায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব এবং এশিয়া কাপ। বিশ্বকাপ বাছাইপর্বের স্থগিত হওয়া ম্যাচগুলো এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেই ম্যাচগুলোকে ঘিরে পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যেই নারী দলের নতুন কোচ ও ম্যানেজার নিয়োগ দেয়া হয়েছে। আগামী মার্চে বাংলাদেশ সফর করার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের। কিন্তু বিসিবির ভাবনা আরো প্রসারিত। ঐ সফরের তিন মাস পর আগামী জুনে তিন দেশ নিয়ে একটি ত্রিদেশী সিরিজ আয়োজন করতে চায় তাঁরা ।

এমনটাই জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিন দলের এই সিরিজে বাংলাদেশ ছাড়া বাকি কোন দুটি দেশ খেলবে তা এখনো নিশ্চিত করে বলেননি তিনি। তবে সবকিছু করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানান তিনি।

এক ভিডিও বার্তায় নাদেল বলেন, 'সামনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল আসবে। জুন মাসে একটা ত্রিদেশীয় সিরিজ করার পরিকল্পনা রয়েছে। সবকিছু করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। এক বছর খেলাধুলার বাইরে থাকায় আমাদের মেয়েরা শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়েছে।'

গত বছরের মার্চে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলেছিল টাইগ্রেস বাহিনী। এরপর করোনার কারণে আর মাঠে নামা হয়নি জাহানারা-সালমাদের। অনেক দিন ধরে ক্রিকেট থেকে বাইরে থাকায় শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়েছেন নারী ক্রিকেটাররা।

যে কারণে মার্চে দক্ষিণ আফ্রিকা সিরিজ, এরপর ত্রিদেশীয় সিরিজ, জুলাইয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে, গত ৩ জানুয়ারি ২৮ জন নারী ক্রিকেটারকে নিয়ে সিলেটে প্রস্তুতি ক্যাম্প চালু করেছে বিসিবি। এই ক্যাম্পের মাধ্যমে টাইগ্রেসরা আবারো পুরনো জায়গায় ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন নাদেল।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'তারা ব্যক্তিগতভাবে আমাদের সুযোগ সুবিধা ব্যবহার করে শারীরিক ও মানসিকভাবে কিছুটা আগের জায়গায় যাওয়ার চেষ্টা করেছে। আমরা এখনো সেটিই চেষ্টা করছি, আশা করি এই ক্যাম্পের মাধ্যমে তারা কিছুটা হলেও পূর্বের জায়গায় ফিরে যেতে পারবে।'