My Sports App Download
500 MB Free on Subscription


অবশেষে সেরার স্বীকৃতি বুঝে পেলেন সাকিব

গত মাসেই আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছিলেন সাকিব আল হাসান। তার স্বীকৃতিস্বরুপ বিশেষ ধরণের ‘ক্যাপ’ রবিবার বুঝে পেয়েছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন এ বাঁহাতি।

গত ১০ বছরে যারা ওয়ানডে ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের নিয়ে দশকসেরা ওয়ানডে একাদশ বানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মনোনীত সাংবাদিক, ক্রিকেট সম্প্রচারকরা। ২০১১ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২০ সালের সাতই অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স আমলে নেয়া হয়েছে এখানে। সেই দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।গত ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে এ বাঁহাতি রান করেছেন ৬৩২৩। আর উইকেট নিয়েছেন ২৬০টি।

আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশের ব্যাটিং পজিশনে সাকিব জায়গা পেয়েছেন পাঁচে। এ দলে ওপেনার হিসেবে রয়েছেনভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিনে বিরাট কোহলি, চারে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। এরপর সাকিব। ছয়ে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, দলটির অধিনায়ক ও উইকেটকিপারও তিনি। দলে দ্বিতীয় অলরাউন্ডার ইংল্যান্ডের বেন স্টোকস। নির্ভেজাল বোলারদের মধ্যে তিনজন পেসার—অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। আছেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরও।

আইসিসির দশকের সেরা ওয়ানডে দল:

রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি-অধিনায়ক-উইকেটকিপার (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।