My Sports App Download
500 MB Free on Subscription


ভারতের যে নয়টি মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুরুতে ৬টি ভেন্যু নিয়ে বিশ্বকাপ আয়োজনের কথা থাকলেও এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়টিতে। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক সভাতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এ ছাড়া মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা ও লক্ষ্মৌতে বিশ্বকাপের অন্যান্য ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

 ভেন্যুগুলোর প্রস্তুতি নিয়ে বিসিসিআই এর এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা নয়টি ভেন্যুকে প্রস্তুত থাকতে বলেছি। করোনা মহামারি পরিস্থিতি মাথায় রেখে সকলকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।’