My Sports App Download
500 MB Free on Subscription


যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের আগে টিম হোটেল ছেড়েছেন সাকিব আল হাসান। শ্বশুরের অসুস্থতার কারণে গেল রাতে প্রথম কোয়ালিফায়ার শেষে হোটেল ত্যাগ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। যে কারণে ফাইনালে খেলা হচ্ছে না তাঁর।

মঙ্গলবার জেমকন খুলনার এক কর্মকর্তা বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর শ্বশুর অসুস্থ থাকার কারণে তিনি হোটেল ছেড়েছেন। আর সবকিছু ঠিক থাকলে আজ রাতে যুক্তরাষ্ট্রের বিমানে উঠবেন এই তারকা ক্রিকেটার।

এ প্রসঙ্গে খুলনার ওই কর্মকর্তা জানান, ‘পারিবারিক কারণে সাকিব ফাইনালে আমাদের সঙ্গে থাকতে পারছে না। জরুরি কারণবসত সে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে।’

পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন দলটির ম্যানেজার নাফিস ইকবাল। সাকিবের চলে যাওয়া প্রসঙ্গে নাফিস বলেন, ‘সাকিব গতকাল রাতে ওর চলে যেতে হয়েছে। ওর শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ ছিলো। এবং কালকে ও জানতে পারে যে অনেক ক্রিটিকাল্ভাবে অসুস্থ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু পরিবার সবসময় অগ্রাধিকার পায় এবং জেমকন খুলনা এটাকে সবসময় প্রাধান্য দেয় বা সম্মান দেয়। তাই আমাদের দিক থেকে কোন সমস্যা ছিলোনা। আর ও কাল রাতে হোটেল ছেড়েছে এবং আজকে ওর ফ্লাইট। আমরা সবাই ওকে দোয়া দিই জেমকন খুলনার পক্ষ থেকে সঙ্গে আশা করি ও নিরাপদে থাকবে।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে ইতোমধ্যে ফাইনালে পৌঁছেছে খুলনা। তবে ফাইনালে খেলা হচ্ছে না তার। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে চলমান এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরেছেন ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা এই অলরাউন্ডার।

যদিও টুর্নামেন্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ব্যাট হাতে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১২.২২ গড়ে করেছেন ১১০ রান। যেখানে তাঁর সর্বোচ্চ ২৮ রান। আর বল হাতে সমানসংখ্যব ম্যাচে ৬.০০ ইকোনোমিতে নিয়েছেন ৬ উইকেট।