My Sports App Download
500 MB Free on Subscription


চালকের আসনে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারী উইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান। টাইগারদের থেকে তারা ৩৫৫ রানে পিছিয়ে আছে। হাতে আছে ৮ উইকেট। দুটি শিকার ধরেছেন পেস তারকা মুস্তাফিজুর রহমান। এর আগে মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৩০ রানে অল-আউট হয়েছিল মুমিনুল হকের দল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে ১৬৮ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে তিনি মেরেছেন ১২টি বাউন্ডারি। এছাড়া ওপেনার সাদমান ইসলাম ৫৯, সাকিব আল হাসান ৬৮ রানের দুটি পঞ্চাশোর্ধ ইনিংস উপহার দেন। আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে অল-রাউট হয় টাইগাররা।

জবাবে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমেই বিপদে পড়ে উইন্ডিজ। জোড়া আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। দলীয় ১১ রানেই মুস্তাফিজের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন জন ক্যাম্পবেল (৩)।

মোস্তাফিজের বলটি ছিল লেংথ বল। অফ স্টাম্পের বাইরের বলটি ভেতরে ঢুকছিল। ক্যাম্পবেল ফ্লিক করতে চেয়েছিলেন। কিন্তু সেটি গিয়ে আঘাত করে তাঁর প্যাডে। রিভিউ নিয়ে কাজ হয়নি। ওয়ান ডাউনে নামা শেন মোজলিকেও (২) এলবিডাব্লিউ করে ফেরান মুস্তাফিজ।