My Sports App Download
500 MB Free on Subscription


বৃহস্পতিবার নিউজিল্যান্ডগামী ক্রিকেটারদের একাংশ টিকা নিচ্ছেন

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সফরে যাওয়ার আগে ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেবেন নিউজিল্যান্ড সফরের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। তবে বিসিবি টিকার বিষয়টি ঐচ্ছিক রাখায়, সবাই টিকা নিচ্ছেন না।

বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘টিকার জন্য আমরা একটা চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছি। নিউজিল্যান্ড সফরের স্কোয়াডের ৫ থেকে ৭ জন ক্রিকেটার টিকা নিচ্ছেন না। বাকিরা সবাই নিচ্ছেন। যারা নিচ্ছেন না, তারা কেন নিচ্ছেন না; এটা এখনো পর্যন্ত জানিনা।’ বিসিবি’র দেওয়া তথ্যমতে, সিরিজের আগে দেয়া হবে প্রথম ডোজ। আর দ্বিতীয় ডোজ দেওয়া হবে সিরিজ শেষে দেশে ফেরার পরে। তবে টিকা নেয়ার ক্ষেত্রে কোনো ক্রিকেটারকে বাধ্য করা হবে না। দুইদিন আগে বিসিবি সভাপতি নিজে টিকা নিতে গিয়ে সংবাদ মাধ্যমকে বলেছিলেন কোন ক্রিকেটারকে চাপ প্রয়োগ করা হবে না ভ্যাকসিন নেওয়ার জন্য, ‘ক্রিকেটারদের বেলায় টিকা নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে না। যে খুশি নিতে পারে। নিউজিল্যান্ড যেতে অনেকেই টিকা নিচ্ছে, কেউ কেউ নিচ্ছেন না।’  

নিউজিল্যান্ড সফরে দলে থাকা ক্রিকেটারদের বাইরে থাকা ক্রিকেটারদেরও তালিকা তৈরি করছে বিসিবি। তালিকা পুরোপুরি শেষ হলে তা পাঠানো হবে সরকারের সংশ্লিষ্ট দফতরে। এবং তাদের নির্দেশনা মোতাবেক সবার শরীরে টিকা প্রয়োগ করা হবে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ ১৮ তারিখে আমরা শুধু জাতীয় দলের যারা নিউজিল্যান্ডে যাচ্ছে তাদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। অন্য যারা আছে তাদের তালিকা তৈরি হচ্ছে। পরে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে।’আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। এই সফরে কিউইদের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তামিম-মাহমুদউল্লাহরা। নিউজিল্যান্ডে পৌঁছে আবার ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বাংলাদেশকে। এর পর আগামী ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর।