My Sports App Download
500 MB Free on Subscription


‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন মাশরাফি

বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হয়েছে। প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করেন যারা বৈশ্বিক প্রেক্ষাপটে অবদান রাখবে।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ২০২১ সালের জন্য ১১২ তরুণ নেতাকে নির্বাচিত করেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। এ বছর দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে মাশরাফি একজন।যারা ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন তারা ওই ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সঙ্গে মিলে পৃথিবীকে আরও উন্নত করার জন্য বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।

১৯৮৩ সালে জন্মগ্রহণকারী নড়াইলের ছেলে মাশরাফি ২০০১ সাল থেকে জাতীয় দলে খেলছেন। ওই বছরেই জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। প্রতিভাবান এই খেলোয়ার ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। লড়াকু মানসিকতার জন্য তিনি শুধু বাংলাদেশ নয়, বিদেশেও প্রশংসা কুড়িয়েছেন।বর্তমানে তিনি নড়াইলের একজন সংসদ সদস্য।