My Sports App Download
500 MB Free on Subscription


৬ মাসের জন্য মাঠের বাইরে ভুবনেশ্বর!

৬ মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে উরুর পেশিতে চোট পেয়ে সেই টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। মাঠে ফিরতে তাঁকে আরও অপেক্ষা করতে হচ্ছে।

আগামী বছরের শুরুতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে নিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন ভুবনেশ্বর। গত ২ অক্টোবর তিনি চোটে পড়েছিলেন। সেই হিসেবে মাঠে ফিরতে তাঁকে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সবকিছু ঠিক থাকলে আবারও আইপিএল দিয়ে মাঠে ফিরতে দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদের এই পেসারকে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে ভুবনেশ্বরের ব্যাপারে বিস্তারিত বলেছেন।

তিনি বলেন, 'সে আইপিএলে খেলতে পারবে। প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সে ৬ মাসের জন্য ছিটকে গেছে।'

আগামী মাসেই মাঠে গড়াচ্ছে ভারতের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফি। সেই টুর্নামেন্টের দল উত্তর প্রদেশ ভুবনেশ্বরকে ছাড়াই দল ঘোষণা করেছে।

২০২১ আইপিএলের আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। এই সিরিজেও ভুবনেশ্বরকে পাচ্ছে না বিরাট কোহলির দল।

  •