দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার দ্বিতীয় টেস্টের জন্যও দল ঘোষণা করেছে নির্বাচকরা। প্রথম টেস্টের মতো একই স্কোয়াড থাকছে প্রথম টেস্টেও।
২১ সদস্যের প্রাথমিক দল থেকে আগের স্কোয়াডের মতো এবারও জায়গা হয়নি পেসার খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহিদুল ইসলাম, স্পিনার নাঈম হাসান, অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী এবং উইকেটরক্ষক কাজী নুরুল হাসানের।বৃহস্পতিবার ক্যান্ডির অদূরে পাল্লেকেলে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম টেস্টটি এই ভেন্যুতেই হয়েছিল।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।