My Sports App Download
500 MB Free on Subscription


বিরতি কাটিয়ে নতুন শুরুর পরিকল্পনা খুলনার

৮ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্বে খুলনার মিশন শেষ হয়েছে। তবুও এলিমেনেটর ম্যাচ খেলতে তাকিয়ে থাকতে হবে ঢাকার ম্যাচের দিকে। তৃতীয় স্থানে থাকা ঢাকা নিজেদের শেষ ম্যাচ জিতলেই এলিমেনেটর ম্যাচ থেকে বাদ পড়ে যাবে খুলনা। সেক্ষেত্রে কোয়ালিফায়ার খেলেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে হবে সাকিব-মাহমুদউল্লাহ-মাশরাফিদের নিয়ে গড়া খুলনাকে।

এলিমেনেট কিংবা কোয়ালিফায়ার ম্যাচের আগে খুলনার সামনে তিন দিনের বিরতি। আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে দুটি ম্যাচ। এই তিনদিনে নিজেদের ভুলগুলো শুধরে নিতে চায় খুলনা। ম্যাচ শেষে বিশ্বসেরা অলরাউন্ডার পুরষ্কার বিতরণী মঞ্চে এমনটাই জানিয়ে গেছেন, ‘টি-টোয়েন্টি যেহেতু মোমেন্টামের ব্যাপার, তাই প্রভাব ফেলতেই পারে। তবে এখন তিনদিন গ্যাপ আছে। নতুনভাবে শুরুর চেষ্টা করব, যেহেতু একটা ম্যাচেরই ব্যাপার। যদি আমরা আমাদের ভাল ক্রিকেটটা খেলতে পারি, অবশ্যই ভাল কিছু করা সম্ভব।'

ঢাকার বিপক্ষে ২০ রানের হারের পেছনে বড় জুটি গড়তে না পারাকেই দায়ী করছেন সাকিব, ‘আমার মনে হয় উইকেট খুবই ভাল ছিল। আপনি যদি দেখেন, আমরা নিয়মিত উইকেট হারানোর পরেও মাত্র ২০ রানে ম্যাচ হেরেছি। আমরা যদি বড় পার্টনারশিপ করতে পারতাম অথবা ভালো একটা শুরু করতে পারতাম। পাওয়ার প্লে'তে যদি ভাল করতে পারতাম, তাহলে আমরা শেষ দুই ওভারে আরও ভাল অবস্থানে থাকতাম।’