My Sports App Download
500 MB Free on Subscription


৩১ মে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রিমিয়ার লিগ

গত বছরের মার্চে প্রথম রাউন্ড শেষেই ঢাকা লিগ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফরম্যাট বদলে দীর্ঘ বিরতির পর ৬ মে শুরু হওয়ার কথা ছিলো ঢাকা প্রিমিয়ার লিগ। কিন্তু হুট করে করোনার সংক্রামণ বেড়ে যাওয়াতে নির্ধারিত সময়ে লিগটি মাঠে গড়ানো সম্ভব হয়নি। তবে ক্রিকেটারদের জন্য খুশির খবর, আগামী ৩১ মে থেকে প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে। 

এবার ৫০ ওভারের বদলে কুড়ি ওভারের ফরম্যাটে লিগটি মাঠে গড়াচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। মূলত ব্যস্ত সূচী এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির সহায়ক হিসেবেই এই ফরম্যাটে লিগটি আয়োজিত হচ্ছে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এর সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমরা আগামী ৩১ মে থেকে ঢাকা লিগ মাঠে গড়ানোর পরিকল্পনা করছি। আগেই ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ি এবার লিগটি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। মূলত ব্যস্ত সূচী এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আমরা এই ফরম্যাটে লিগটি আয়োজন করছি। আশা করছি প্রস্তুতির জন্য এটিই সেরা বিকল্প।’

কুড়ি ওভারের এই লিগটি যথাযথ ভাবে জৈর সুরক্ষা বলয় মেনেই মাঠে গড়াবে। কাজী ইনাম বলেছেন, ‘খেলোয়াড়দের যথাযথ সুরক্ষার জন্য বোর্ড সভাপতি কিছু দিক নির্দেশনা দিয়েছেন। ওইসব দিক নির্দেশনা মেনেই জৈব সুরক্ষা বলয়টা তৈরি করা হবে। বিসিবি সফলভাবে চলতি মৌসুমে দুটি টুর্নামেন্ট শেষ করেছে এবং ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশে আতিথিয়তা দিয়েছে। আগের তিনটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো।’ 

প্রিমিয়ার লিগে সুপার লিগের দলগুলোকে নিয়ে এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে একটি টুর্নামেন্ট হয়েছিল। তবে এবারের লিগটি সম্পূর্ণ নতুন। কেননা ১২ টি ক্লাব নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে সুপার লিগের পাশাপাশি রেলিগেশনও থাকবে।কুড়ি ওভারের ম্যাচগুলো একটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামেই সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও সূচী এবং ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।