My Sports App Download
500 MB Free on Subscription


তিন তরুণের মধ্যেই ভবিষ্যৎ নেতৃত্বগুণ দেখছেন সাকিব

বাংলাদেশের সর্বকালের সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মাশরাফীর অধিনায়কত্বের অধ্যায়ের অবসানের পর ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার গুরুভার বর্তায় তামিম ইকবালের ওপর। কিন্তু তামিমের পরে  কে হাল ধরবেন বাংলাদেশ ওয়ানডে দলের? দেশের ক্রিকেটভক্তদের মনে এই প্রশ্ন বহুদিনের। 

তামিমের উত্তরসূরী যেই হন না কেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভবিষ্যৎ নেতৃত্বগুণ খুঁজে পেয়েছেন তিন তরুণের উপর! লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত অথবা নাজমুল হাসান শান্ত এই তিনজনের কেউকেই বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্ব করতে দেখতে চান তিনি।

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় নিজেও একটা সময় দেশের সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। ২০০৯ থেকে ২০১১ বাংলাদেশ ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বাংলাদেশকে ৪-০ তে সিরিজ জিতিয়েছেন। এমনকি ২২ বছর ১১৫ দিন বয়সে বাংলাদেশের সর্বকনিষ্ঠ অধিনায়কও তিনি। 

খেলায় আরো মনোযোগ বাড়াতে ২০১১ সালে অধিনায়কত্বের গুরুভার ছেড়ে দেন সাকিব। এরপর থেকেই ব্যাটে ও বলে সমানতালে পারফরম্যান্স করে নিজেকে তো চিনিয়েছেনই একই সঙ্গে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নামও উজ্বল করেছেন।

সাকিবের পর এতদিন মাশরাফি সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছিলেন। কিন্তু ২০১৯ বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের কারনে চলতি বছরের ৮মার্চ অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন তিনি। আইসিসির দেয়া ১বছরের নিষেধাজ্ঞার কারনে সাকিবকে অধিনায়ক ঘোষণা করা সম্ভব হয়নি। ফলে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব অর্পণ করা হয় তামিমের ওপর ।

বর্তমানে তামিমের উপর  আস্থা রাখছেন সাকিব। তবে তামিমের পরে বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটন, মোসাদ্দেক বা শান্তর মধ্যেই ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা দেখছেন সাকিব। অনলাইন ভিত্তিক কেনাকাটার মাধ্যম 'দারাজের' একটি অনুষ্ঠানে এমনটাই জানিয়ে তিনি।

সাকিব বলেন, 'অনেকেরই সম্ভাবনা দেখি আমি অধিনায়ক হওয়ার। তবে আমার কাছে মনে হয় লিটন, মোসাদ্দেক বা শান্ত এই তিনজনের কেউ হলে ভালো করবে।'

বাংলাদেশ ওয়ানডে দলে তামিমের উদ্বোধনী জুটিতে বর্তমানে যোগ্য সঙ্গি লিটন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। ৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এ পর্যন্ত ৩৬ টি ওয়ানডে খেলেছেন তিনি। যেখানে বাংলাদেশের কোন ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ১৭৬ রানে রেকর্ডটিও তাঁর দখলে। 

এছাড়া বয়সভিত্তিক  দলে নিয়মতি মুখ ছিলেন লিটন। ২০১২ ও ২০১৪ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলেও খেলেছিলেন তিনি। ফলে তামিমের যোগ্য উত্তরসূরী হিসেবে নিঃসন্দেহেই এগিয়ে থাকবেন ২৬ বছর বয়সী এই নান্দনিক ব্যাটসম্যান।

অন্যদিকে ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটা মোসাদ্দেক এ পর্যন্ত ৩৫ টি ওয়ানডে খেলেছেন। এছাড়াও বয়সভিত্তিক দলেও ছিলেন নিয়মিত মুখ। অনুর্ধ্ব-১৯ দলে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তাইতো তামিমের পর ২৪ বছর বয়সী এই অলরাউন্ডারের মধ্যেও নেতৃত্বগুণ খুঁজে পেয়েছেন সাকিব।

শান্ত বাংলাদেশ দলে নিয়মিত না হলেও বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ব্যাটসম্যান ধরা হয়। ২০১৮ সালে ওয়ানডে অভিষেকের পর এ পর্যন্ত দেশের হয়ে ৫টি ওয়ানডে খেলেছেন তিনি। এছাড়া ২০১৪ ও ২০১৬ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন। 

সম্প্রতি শেষ হওয়া প্রেসিডেন্টস কাপে তার নেতৃত্ব নজর কেড়েছে সবার। তার দলে মুশফিকের মত অভিজ্ঞ অধিনায়ক থাকার পরেও দায়িত্বভার নিয়ে দলকে ফাইনালে তুলেছেন। এছাড়াও ঘরোয়া লিগে অন্যতম সেরা পারফর্মারও এই ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। লিটন ও মোসাদ্দেকের পর তাই শান্তরও সম্ভাবনা রয়েছে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার।

এই তিন তরুণে সাকিব নেতৃত্বের সম্ভবনা দেখলেও সময়ই হয়ত বলে দেবে কে হতে যাচ্ছেন ওয়ানডেতে তামিমের উত্তরসূরী।