একদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে কথা বলেছিলেন আবু জায়েদ রাহী। ২৪ ঘন্টার ব্যবধানে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন জাতীয় দলের এই পেসার। মঙ্গলবার বোলিং করেছিলেন রাহী। ল্যান্ডি পজিশনে যাওয়ার আগেই হাটুতে চেপে ব্যাথায় কুকড়ে উঠেন রাহী। ব্যাথায় শুয়ে পড়েন মাটিতে। মিনিট খানেক মাটিতে পড়ে থাকার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় রাহীকে।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফরচুন চট্টগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ চলছে। ইনিংসের ৯ ওভাবে বোলিং করছিলেন রাহী। নিজের তৃতীয় ওভারে দ্বিতীয় বল করতে গিয়েই এমন দূর্ঘটনার শিকার হন। অবস্থা দেখে মনে হচ্ছে বড় ধরনের ইনজুরিতেই পড়েছেন ৯টি টেস্ট খেলা এই পেসার।
গত কিছুদিন ধরেই জাতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য রাহী। গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। ওটা জাতীয় দলেরও শেষ টেস্ট ছিল। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে বিস্তর পরিকল্পনা ছিল রাহীর। অবস্থাদৃষ্টে কমপক্ষে চার সপ্তাজের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে রাহীকে। তাতে করে নিশ্চিত ভাবেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস হয়ে যাবে রাহীর।