My Sports App Download
500 MB Free on Subscription


টপ অর্ডারের কাছে বড় ইনিংস চান তামিম

নিউজিল্যান্ডে কঠিন কন্ডিশনে জিততে গেলে স্কোরবোর্ডে যথেস্ট রান লাগবে। সেই রান করার সামর্থ আছে কেবল টপ অর্ডারের। তাইতো তামিম মনে করেন জয়ে ফিরতে চাইলে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে বড় ইনিংস চান তামিম।

এমন হার থেকে উত্তরণের উপায় কী, সংবাদ সম্মেলনে তামিম উত্তর, ‘এই পরিস্থিতি থেকে ওভারকাম করতে হলে আমাদের অন্তত ২৬০ থেকে ২৭০ রান করতে হবে। বোলারদের ডিফেন্ড করার জন্য কিছু রানতো স্কোরবোর্ডে দিতে হলে। যদি আমরা এভাবে করে ১৩০ কিংবা ২০০ এর মধ্যে অল আউট হয়ে যাই, তাহলে সত্যি কথা বোলারদের রান ডিফেন্ড করার কোনো কিছুই থাকবে না।’

স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে অবদান রাখা জরুরি দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের। তামিমও সেটা মনে করেন, ‘দলের টপ ফাইভের থেকে আমাদের একজনের বড় রান করা খুবই গুরুত্বপূর্ণ। এরকম যদি একজন ক্যারি অন করতে পারে, তাহলে বড় রান করা সম্ভব। ২৬০-২৮০ সম্ভব। সেরা ফাইভ থেকে রান না এলে ভালো স্কোর গড়া সব সময় কঠিন। বিশেষ করে এই কন্ডিশনেতো আরও কঠিন। আমাদের জন্য এখানে খুব গুরুত্বপূর্ণ টপ ফাইভ থেকে একজন বড় রান করা।’

  •