My Sports App Download
500 MB Free on Subscription


টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি

অ্যাডিলেড টেস্টে ৩৬ রানে অল আউট হওয়ার দুঃস্বপ্ন শেষ হতে না হতেই আরেকটি দুঃসংবাদ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাদের বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র মোহাম্মদ শামি টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন।

অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন অজি পেসার প্যাট কামিন্সের একটি বাউন্সারে ডান হাতের বাহুতে চোট পান শামি। ঘটনাটি ভারতের দ্বিতীয় ইনিংসের ২১.২ ওভারে। কামিন্সের বলে বাহুতে আঘাত পাওয়ার পর ব্যথায় কাৎরাতে কাৎরাতে মাঠ ছাড়তে দেখা গেছে এই ভারতীয় পেসারকে।

স্ক্যানের জন্য এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই স্ক্যান রিপোর্টও ভারতীয় দলের কাছে পৌঁছেছে। ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছেন, শামির হাড়ে চিড় ধরেছে। এর ফলে বাকি তিন টেস্টে তাঁকে পাচ্ছে না ভারত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে বিরাট কোহলি জানিয়েছিলেন তারা শামির স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আছেন।

তিনি বলেছিলেন, 'শামির চোট নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। স্ক্যানের রিপোর্ট এলে বলা যাবে। প্রচণ্ড যন্ত্রণা ছিল তাঁর, হাতই তুলতে পারছিল না সে।'

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে। টেস্ট সিরিজের বাকি অংশে থাকছেন না ভারতের নিয়মিত অধিনায়ক কোহলি। এমন অবস্থায় শামিকে হারানো ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

  •