My Sports App Download
500 MB Free on Subscription


চট্টগ্রাম টেস্টে মাঠে নামা হচ্ছে না সাকিবের!

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সাকিবকে ছাড়ায় মাঠে নেমেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে ছেড়ে যান মাঠ। সবাই প্রত্যাশায় ছিলেন রাতের বিশ্রামে সুস্থ হয়ে উঠবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু সেটি হয়নি, পুরো টেস্টেই বিসিবির চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

তৃতীয় দিন ফিল্ডিংয়ে না নামলেও স্টেডিয়ামে ছিলেন সাকিব। ড্রেসিংরুমে তাকে পর্যবেক্ষণ করছেন ফিজিও জুলিয়ান কেলাফতে। আজ সকালে এমআরআই রিপোর্ট পাওয়ার পর জানা গেছে নতুন জায়গায় সাকিবের ইনজুরি আক্রান্ত হওয়ার খবরটি।

শেষ ওয়ানডেতে কুঁচকির আঘাত থেকে সেরে উঠে চট্টগ্রাম টেস্টে ব্যাটিং ভালোই করেছিলেন। কিন্তু ফিল্ডিংয়ে নেমেই বাম উরুতে টান লাগে। এরপর ফিল্ডিংয়ে অস্বস্তি থাকার কারনে মাঠ থেকে উঠে যান সাকিব।

শুক্রবার দুপুর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, আজ সকালে এমআরআই স্ক্যানের মাধ্যমে আঘাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম টেস্টের সময়টাতে বিসিবি সাকিবকে পর্যবেক্ষণ করবেন।

প্রসঙ্গত বৃহস্পতিবার দিনের শেষ ঘণ্টার খেলায় মাঠে ছিলেন না সাকিব। তিনি মাঠ ছেড়েছেন নিজের ষষ্ঠ ওভার শেষ করার পর। ৬ ওভারে ১৬ রান দিয়েছেন এই বাঁহাতি স্পিনার।