My Sports App Download
500 MB Free on Subscription


রেকর্ড গড়ে ২০০ উইকেটের ক্লাবে রাবাদা

পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে রেকর্ড গড়লেন কাগিসো রাবাদা। হাসান আলীকে আউট করার মাধ্যমে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার অনন্য অর্জনে নাম লেখান এই প্রোটিয়া পেসার।

বৃহস্পতিবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হাসান আলীকে বোল্ড করে দুইশ উইকেটের ক্লাবে নাম লেখান রাবাদা। ৮১৫৪ বল করতে হয়েছে এই ২০০ উইকেট নেওয়ার জন্য। টেস্ট ক্রিকেটে এর চেয়ে কম বলে ২০০ উইকেট নেওয়া বোলার আছেন মাত্র দুইজন।

সবার প্রথমে আছেন ওয়াকার ইউনুস। তিনি ৭৭৩০ বল করেন ২০০ উইকেটের জন্য। এ ছাড়া ডেইল স্টেইন ২০০ উইকেট নেওয়ার জন্য খরচ করেন ৭৮৪৮ বল। তাদের পরেই তৃতীয় অবস্থানে আছেন ২৫ বছর বয়সী রাবাদা।

২০১৫ সালে মোহালিতে ভারতের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় রাবাদার। মাত্র পাঁচ বছরে ৪৪ টেস্ট খেলে এই অনন্য অর্জনে নাম লেখান তিনি। রাবাদা তার ক্যারিয়ারে পাঁচ ও চার উইকেট নিয়েছেন ৯ বার করে। আর ১০ উইকেট নেন ৪ বার। ওভার প্রতি রান দিয়েছেন ৩.৩৮ রান করে।

  •