My Sports App Download
500 MB Free on Subscription


২৫১ রানে অলআউট বাংলাদেশ

তামিম ইকবাল যেভাবে ব্যাট করছিলেন বড় সংগ্রহের প্রত্যাশাও বড় হচ্ছিল। এ বাঁহাতি ওপেনার আউট হতেই বাংলাদেশ হয়ে পড়ল বড্ড এলোমেলো। নার্ভাস নাইনটিজে (৯২) তামিম আউট হওয়ার পর বাংলাদেশ গুটিয়ে গেছে ২৫১ রানে।

অভিষেক টেস্টে অসাধারণ বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন লঙ্কান ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমা।১৫১ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তামিম আউট হন। ১০০ রানে শেষ আট উইকেট হারিয়েছে বাংলাদেশ।ক্যান্ডের পাল্লেকেলেতে ২৪২ রানে এগিয়ে থেকে টেস্টের তৃতীয় দিনের পড়ন্ত বিকেলে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে শ্রীলঙ্কা। সুযোগ থাকার পরও বাংলাদেশকে ফলো-অন করায়নি স্বাগতিকরা।

আগের টেস্টের প্রথম ইনিংসে তামিম আউট হয়েছিলেন ৯০ রানে। দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে অপরাজিত থাকা অবস্থায় ম্যাচের ভাগ্যে লেখা হয় ‘ড্র’। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আরও কাছে গিয়েও পারেননি সেঞ্চুরি পূর্ণ করতে।৯২ রানে কাটা পড়েন টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। জয়াবিক্রমার বলে থিরিমান্নের হাতে ক্যাচ দেন এ বাঁহাতি ওপেনার। ১৫০ বলের ইনিংসে চারের মার ১২টি। তিন ইনিংসের মধ্যে দু’বার নার্ভাস নাইনটিজের শিকার বাংলাদেশের ওপেনার

টাইগার অধিনায়ক মুমিনুল হক ৪৯ ও মুশফিকুর রহিম করেন ৪০ রান। তৃতীয় দিনের সকালে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছ শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৭ রান। ৮ উইকেট হাতে রেখে ২৫৯ রানে এগিয়ে লঙ্কানরা।