My Sports App Download
500 MB Free on Subscription


যুক্তরাষ্ট্র দলের ক্যাম্পে সাব্বির-সৌম্যদের যুব দলের সতীর্থ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সুপার লিগ ২ খেলার জন্য অনুশীলন ক্যাম্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ৪৪ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড।

৪৪ জনের এই অনুশীল ক্যাম্পে ডাক পেয়েছেন বাংলাদেশের শাকের আহমেদ। যিনি ২০১০ সালে মুমিনুল হক, এনামুল হক বিজয়, সৌম্য সরকার , সাব্বির রহমান এবং নুরুল হাসান সোহানদের সঙ্গে যুব বিশ্বকাপ খেলেছিলেন বাংলাদেশের হয়ে। যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করার সুবাদেই অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন শাকের। 

২০১০ সালের অক্টোবরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৯৯২ সালে সিলেটে জন্ম নেয়া শাকেরের। সিলেট বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি। একই বছর লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। 

ক্লাব ক্রিকেটে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের জার্সিতে খেলেছেন এই ক্রিকেটার। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা বাঁহাতি এই স্পিনারের শিকার ৪৫ উইকেট। ৩ বার ৫ উইকেটও নিয়েছেন তিনি। এ ছাড়া ব্যাট হাতে দুই হাফ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪০৩ রান।

এমন পারফরম্যান্সের পরও ২০১৪ সালের পর বাংলাদেশের হয়ে খেলতে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। সেই বছর যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর মিশিগান অঙ্গরাজ্যে মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশন লিগে খেলা শুরু করেন তিনি।

ধীরে ধীরে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ক্রিকেট খেলতে থাকেন বাংলাদেশের ক্রিকেটার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত টি-২০ ক্রিকেট লিগে মিশিগানের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। শুধু তাই নয়, দারুণ পারফরম্যান্সের কারণে দলটির অধিনায়কের দায়িত্বও সামলিয়েছেন তিনি।

দলটির হয়ে নিয়মিত পারফর্ম করায় তাঁকে ৪৪ জনের ক্যাম্পে ডাকে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশের শাকের ছাড়াও এই ৪৪ জনের ক্যাম্পে দক্ষিণ এশিয়ার আর দুই দেশ ভারত ও পাকিস্তান থেকে বেশ কয়েকজন ক্রিকেটার আছেন।

যুক্তরাষ্ট্র জাতীয় দলের ক্যাম্পের ৪৪ জনের স্কোয়াড : শাকের আহমেদ, অ্যারন জোনস, আদিল ভাট্টি, অক্ষয় হোমরাজ, ক্যামেরন গ্যানন, ক্যামেরন স্টিভেনসন, ডমিনিক রিকি, এলমোর হাচিনসন, ফাহাদ বাবর, গজানন্দ সিং, গায়ান ফার্নান্দো, ইয়ান হল্যান্ড, যশদ্বীপ সিং, যশকরণ মালহোত্রা, জস ডেসকম্বে, করণ বিরাদিয়া, কারিমা গোর, কাতির্ক্য জগদীশ, কাইল ফিলিপ, লুক স্কোফিল্ড, মোনাক প্যাটেল।

মোহাম্মদ আলি খান, নাজাম ইকবাল, নরসিংহ দেওনারাইন, নিস্বর্গ প্যাটেল, নসঠাস কেনজিগ, রেমন্ড রামরতন, রিশি ভর্দবজ, রাস্টি থেরন, শচীন আসোকান, সাগর প্যাটেল, সাহিল চারানিয়া, সঞ্জয় কৃষ্ণমূর্তি, সৌরভ নেত্রবলকর, সাহীর হাসান, শায়ান জাহাঙ্গীর, সানি সোহেল, স্টিভেন টেলর, সুশান্ত মোদানী, তিমিল প্যাটেল, ট্রিনসন কারমাইকেল, উসমান রফিক, বিবেক নারায়ণ, জেভিয়ার মার্শাল।

  •