My Sports App Download
500 MB Free on Subscription


সূচি অনুযায়ী হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান হটস্পট ভারতকে ‘লাল তালিকাভুক্ত’ করেছে ব্রিটেন। তারপরও সূচি অনুযায়ী আগামী ১৮ জুন সাউদাম্পটনে ভারত ও নিউ জিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে বলে আশাবাদী আইসিসি।

ভারতকে লাল তালিকায় রাখায় দেশটি থেকে ব্রিটেনে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ এবং ব্রিটিশ নাগরিকরা দেশে ফিরলে ১০ দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এই করোনাবিধির কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আশঙ্কায় পড়েছে।তবে আইসিসি আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছে, জৈব সুরক্ষা বলয়ে ঠিক সময়েই হবে ভারত ও নিউ জিল্যান্ডের শিরোপার লড়াই। এক বিবৃতিতে ক্রিকেটের শীর্ষ সংস্থা বলেছে, ‘ইসিবি ও অন্য সদস্যরা হাতে-কলমে দেখিয়েছে আমরা কীভাবে মহামারির মাঝেও নিরাপদে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারি। আমরা আত্মবিশ্বাসী যে তা অব্যাহত রাখতে পারবো এবং যুক্তরাজ্যে জুনে সূচি অনুযায়ী হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করছি।’

বিসিসিআই সূত্র বলছে, এখনই কিছু বলা কঠিন। বোর্ডের আশা ফাইনাল শুরুর আগে যুক্তরাজ্যের লাল তালিকা থেকে ভারতের নাম কাটা পড়বে। বিভিন্ন গণমাধ্যমের খবর, পূর্ব অভিজ্ঞতার কারণে প্রয়োজনে সাউদাম্পটনের রোজ বোল ও এর কাছে থাকা হোটেল লাল তালিকামুক্ত রাখা হতে পারে।শুধু ভারত দলই নয়, অনিশ্চয়তার মধ্যে রয়েছে নিউ জিল্যান্ডও। কারণ তাদের অধিকাংশ খেলোয়াড় খেলছে আইপিএলে, যা শেষ হবে ৩০ মে। ২ জুন লর্ডসে শুরু হবে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজ।

  •