My Sports App Download
500 MB Free on Subscription


পিএসএলে দল পেলেন সাকিব-মাহমুদউল্লাহ-লিটন

চলছে পাকিস্তান সুপার লিগের (পিএসএলের) বদলি প্লেয়ার্স ড্রাফট। যেখানে দল পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস। সাকিব লাহোর কালান্দার্স, মাহমুদউল্লাহ মুলতান সুলতান এবং লিটন দাস খেলবেন করাচি কিংসের হয়ে।

করোনা ভাইরাসের কারণে মার্চের ৪ তারিখ বন্ধ হওয়ার আগে পিএসএলের ষষ্ঠ আসরের ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে বাকি রয়েছে আরও ২০টি ম্যাচ। এমন অবস্থায় টুর্নামেন্ট শুরুর নতুন দিন-তারিখ চূড়ান্ত করেছেন আয়োজকরা।

ভার্চুয়াল মাধ্যমে ১৩২ জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। আগামী ১ জুন থেকে আবার মাঠে গড়াবে পিএসএলের ষষ্ঠ আসর। ২০ জুন হবে ফাইনাল। এর আগে সব দলকে পরিবর্তিত খেলোয়াড় নেওয়ার সুযোগ করে দিয়েছেন আয়োজকরা। নতুন প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে বদলি খেলোয়াড় দলে ভেড়াতে পারবে দলগুলো।