My Sports App Download
500 MB Free on Subscription


মাশরাফির শুভকামনা

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার টস করতে নেমেছিলেন মাশরাফি বিন মর্তুজা। ওই সিরিজে অধিনায়কত্ব ছাড়লেও খেলা ছাড়েনি মাশরাফি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়নি অভিজ্ঞ এই পেসারকে। দলে না থাকলেও নতুন ওয়ানডে অধিনায়ক তামিমের জন্য শুভকামনা জানিয়েছেন মাশরাফি। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুকে তিনি তামিমকে শুভকামনা জানান।

করোনার কারনে দীর্ঘ দশ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। সেই মার্চে মাশরাফির নেতৃত্বে সর্বশেষ ওয়ানডে খেলেছিল লাল-সবুজ জার্সীধারীরা। দশ মাস পর আবারো মাঠে গড়াচ্ছে ৫০ ওভারের ক্রিকেটের। নতুন নেতৃত্বে বাংলাদেশের জন্য শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে।পুরো দলের প্রতি রইলো শুভকামনা।’

ওয়ানডে ক্রিকেটে মাশরাফির স্থলাষিভিক্ত হয়েছেন তামিম। তার জন্যও স্পেশাল ভালোবাসা মাশরাফির,‘" তামিম ইকবাল খান"এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। ‘

সবশেষে মাশরাফি লিখেছেন, ‘ আওয়াজ একটাই -(বাংলাদেশ)’।
এদিকে নতুন ওয়ানডে অধিনায়ক তামিমের জন্য মাশরাফির ভূমিকা পালন করা বেশ কঠিন। তবুও নতুন কিছু করার বাসনা তামিমের কণ্ঠে, ‘মাশরাফি ভাই দলের জন্য অনেক কিছু করেছেন। এ বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো। আমি যেটা তৈরি করতে চাই সেটা হল বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট, যেটা আমরা খেলি। আমরা অন্যদের ফলো না করে ওটাতেই ফোকাস করতে চাই। আমাদের যেখানে স্ট্রেংথ, যেগুলো দিয়ে আমরা ভাল খেলতে পারি সেটা দিয়ে ব্র্যান্ড। সেখানেই আমরা ফোকাস করছি।'