শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। এমন অর্জনের এক সপ্তাহ না পেরুতেই সুসংবাদ পেলেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। এক সেঞ্চুরিতে আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়েছেন তিনি। তার পাশাপাশি তামিম ইকবাল ও মুমিনুলও হকের র্যা ঙ্কিংও এগিয়েছে।
ক্যান্ডিতে প্রথম টেস্টে শান্ত খেলেছিলেন ১৬৩ রানের ঝলমলে ইনিংস। ক্যারিয়ারসেরা ৩৭৮ বলের লম্বা ইনিংসটি সাজিয়েছেন ১৭ বাউন্ডারি ও এক ছক্কায়। একই সঙ্গে মুমিনুল হককে নিয়ে গড়েছিলেন তৃতীয় উইকেটে বাংলাদেশের হয়ে রেকর্ড ২৪২ রানের জুটি। এমন কীর্তির পর পুরস্কারটা হাতেনাতেই পেয়েছেন শান্ত। বুধবার আইসিসির প্রকাশিত টেস্ট র্যা ঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় বড়সড় লাফ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। র্যা ঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে শান্তর বর্তমান অবস্থান ১১৫তে।
এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে বিশুদ্ধ টেস্ট ব্যাটিং করে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া মুমিনুলও ৫ ধাপ এগিয়েছেন। জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরের সঙ্গে যুগ্মভাবে ৩১তম স্থানে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। পাশাপাশি দুই ইনিংসে হাফসেঞ্চুরি তুলে নেওয়া তামিমও এগিয়েছেন টেস্ট র্যা ঙ্কিংয়ে। দুই ধাপ এগিয়ে তার অবস্থান ৩০ নম্বরে।আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা সফরে যাননি সাকিব আল হাসান। গত দুই বছরে দেশের হয়ে বেশ কয়েকটি টেস্ট মিস করেছেন সাকিব। তবুও অলরাউন্ডার হিসেবে নিজের আগের অবস্থান ধরে রেখেছেন সাকিব। ৩৪৪ পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থান পাঁচে।