শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শুরুতেই হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ি হোম কোয়ারেন্টিন করতে হচ্ছে ক্রিকেটারদের। যার ফলে বিমানবন্দর থেকে হোটেল না গিয়ে সরাসরি বাসাতে চলে যান ক্রিকেটারা।
খেলোয়াড়রা জৈব সুরক্ষা বলয়ে থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য। শেষ পর্যন্ত সফল হয়েছে বিসিবি। ফলে কষ্ট করে ক্রিকেটারদের আর পরিবার ছেড়ে থাকতে হচ্ছে না। ক্রিকেটারদের হোম কোয়ারেন্টিনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আজ (মঙ্গলবার) বিকেলে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরে টেস্ট দল। অন্য দেশ থেকে ফেরায় তাদের থাকতে হবে তিন দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিনে। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘বাংলাদেশ দলের সদস্যরা হোম কোয়ারেন্টিনে থাকছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনায় এই সিদ্ধান্ত এসেছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১২ এপ্রিল দেশ ছেড়েছিল মুমিনুলরা। দ্বীপ দেশটিতে গিয়ে সাত দিন কোয়ারেন্টিন শেষে মাঠে নামার সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। এরপর ক্যান্ডিতে প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র হলেও দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয় বাংলাদেশকে।