My Sports App Download
500 MB Free on Subscription


বাংলাদেশকে ২৪০-২৭০ এর মধ্যে বেধে ফেলার পরিকল্পনা ক্যারিবীয়দের

২ বছর আগে বাংলাদেশ সফরটা এখনও দুঃস্বপ্ন ওয়েস্ট ইন্ডিজের। দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল ক্যারিবীয়রা। যদিও টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়ে স্বস্তিতে বাড়ি ফিরে ছিল তারা।

এবারের সফরে নেই ওয়েস্ট ইন্ডিজের অনেক তারকা ক্রিকেটার। তবুও তরুণদের নিয়ে স্বপ্ন বুনছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের লক্ষ্যও তারা স্থির করে ফেলেছে। ক্যারিবীয়দের ওয়ানডে দলের সহ অধিনায়ক সুনীল অ্যামব্রিস মনে করেন বাংলাদেশকে ২৪০ থেজে ২৭০ রানের মধ্যে বেধে ফেলতে পারলে ফলাফল তাদের পক্ষে আসবে।

শুক্রবার (১৫ জানুয়ারি) এক ভার্চুয়াল কনফারেন্সে অ্যামব্রিস বলেন, 'আমাদের যে বোলিং আক্রমণ তাতে আমি মনে করি এই কন্ডিশনে ২৪০ থেকে ২৭০ রান আমরা ডিফেন্ড করতে পারবো।'

বাংলাদেশের বিপক্ষে বরাবরই ব্যাট হাসে অ্যামব্রিসের। সেই ফর্মটা ধরে রাখাই লক্ষ্য তার। সেই সঙ্গে টাইগারদের বিপক্ষে স্মার্ট ক্রিকেট খেলার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি। ডানহাতি এই ওপেনার মনে করেন বাংলাদেশের বিপক্ষে প্রত্যাশার চেয়ে একটু বেশিই হেসেছে তার ব্যাট।

অ্যামব্রিসের ভাষ্য, 'আমার ক্রিকেটে কোন পরিবর্তন আসেনি। আমার ঝোঁক ইতিবাচক থাকার দিকেই। আমি স্মার্ট ক্রিকেট খেলতে চেষ্টা করি। কখনো কখনো এটা কাজে দেয় কখনো কখনো দেয় না। বাংলাদেশের বিপক্ষে প্রায়ই না কাজ করার চেয়ে কাজ করেছে বেশি।'

বাংলাদেশের উইকেট বরাবরই স্পিন বান্ধব। অ্যামব্রিস আশাবাদী উইকেটে খুব পরিবর্তন আসবে না। তাই ব্যাট হাতে চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিই নিচ্ছেন তিনি। অ্যামব্রিস বলেন, 'আশা করি পিচে খুব বেশি পরিবর্তন হবে না। আমি চিন্তা করি না যে এটা সহজ হবে।'

  •