My Sports App Download
500 MB Free on Subscription


বেয়ারস্টোর ব্যাটে জিতলো ইংল্যান্ড

করোনা মহামারি আসার পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা হয়নি দক্ষিণ আফ্রিকার। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে প্রোটিয়ারা। যদিও সেটা সুখকর হয়নি তাদের জন্য। ইংলিশদের কাছে পাঁচ উইকেটে হেরে গেছে তারা।

আগে ব্যাট করে সফরকারিদের সামনে ১৮০ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। সাধারণত টপ অর্ডারে ব্যাটিং করলেও জনি বেয়ারস্টো এই দিন নামেন চার নম্বরে। তার ৪৮ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করেই জয় পেয়েছে ইংল্যান্ড।

শুরুটা অবশ্য ভালো হয়নি ইংলিশদের। স্কোরকার্ডে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন জেসন রায়। ইনিংস লম্বা করতে পারেননি আরেক ওপেনার জস বাটলারও। ৬ বল থেকে ৭ রান করে লুঙ্গি এনগিডির শিকার হয়ে সাজঘরে ফেরত যান তিনি।

২০ বলে ১৯ রান করে আউট হন ডেভিড মালানও। তবে বেয়ারস্টোকে যোগ্য সঙ্গ দেন বেন স্টোকস। ২৭ বলে ৩৭ রান করে তিনি আউট হলেও দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন বেয়ারস্টো।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪ ওভার বল করে ২০ রান দিয়ে দুই উইকেট পান জর্জ লিনডে। এছাড়া লুঙ্গি এনগিদি দুইটি ও তাবরেজ শামসি পান একটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেম ২৩ বল থেকে ৩০ রান করেন অধিনায়ক কুইন্টন ডি কক। তার বিদায়ের পরও দলের রানের চাকা সচল রাখেন ফাফ ডু প্লেসি। ৪ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৫৮ রান করেন তিনি। তবে ডু প্লেসি আউট হওয়ার পর সেভাবে আগায়নি প্রোটিয়াদের ইনিংস।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রান করে থামে তারা। ইংলিশদের পক্ষে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট পান স্যাম কারান।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা- ১৭৯/৬, ওভার ২০
(ফাফ ডু প্লেসি ৪০ বলে ৫৮ রান) (স্যাম কারান ২৮/৩)

ইংল্যান্ড- ১৮৩/৫, ওভার ১৯.২
(জনি বেয়ারস্টো ৪৮ বলে ৮৬ রান) (জর্জ লিনডে ২০/২)