My Sports App Download
500 MB Free on Subscription


সোহাগ গাজীর ৬ উইকেট, পিনাকের সেঞ্চুরি

ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করেছিলেন সোহাগ গাজী। সময়ের স্রোতে এখন তিনি হারিয়ে গেছেন। হুটহাট ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলেও সেটি নিয়মিত নয়। সোমবার জাতীয় ক্রিকেট লিগে তার ঘূর্ণিজাদুতে অল্পতে রাজশাহীকে আটকে রাখা গেছে। দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে পিনাক ঘোষের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে চট্টগ্রাম।

বিকেএসপির তিন নম্বর মাঠে দ্বিতীয় স্তরের দুটি দল বরিশাল ও রাজশাহীর লড়াই চলছে। রাজশাহীর দুই স্পিনার সানজামুল ও তাইজুল মিলে ৮২ রানে আটকে দেয় বরিশালকে। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রানের ইনিংস খেলেন মঈন খান। সানজামুল ১৮ রানে চারটি এবং তাইজুল ৩৯ রানে চারটি উইকেট নিয়েছেন। বাকি দুটি উইকেট নিয়েছেন মোহর শেখ।দ্রুত অলআউট করে দিয়ে ব্যাটিংয়ে নেমে রাজশাহীও বড় স্কোর করতে পারেনি। সোহাগ গাজীর ঘুর্ণিতে ব্যাটিং লাইনআপ ভেঙ্গে পড়ে রাজশাহীর। তারপরও জুনায়েদ সিদ্দিকির ৪৩ ও তাইজুলের ৩৭ রানের কল্যানে ১৫১ রান সংগ্রহ করে রাজশাহী।

সোহাগ গাজী ৬৫ রান খরচায় ৬টি উইকেট নেন। এছাড়া কামরুল ইসলাম, মনির হোসেন ও মঈন খান একটি করে উইকেট নিয়েছেন।দ্বিতীয় স্তরের আগের ম্যাচটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটিতে আগে ব্যাটিং করা চট্টগ্রাম ৪ উইকেট হারিয়ে ২৮১ রান করেছে। দলের পক্ষে ক্যারিয়ার সেরা ১৩৭ রানের ইনিংস খেলেন পিনাক। ২৫৬ বলে ১৩ চার ও ২ ছক্কায় পিনাক নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া ইয়াসির আলী ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন। 

প্রথম রাউন্ডে যুব বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার শাহাদাত হোসেন সেঞ্চুরি করেছিলেন। তিনি ৩২ রানে অপরাজিত আছেন। অন্যদিকে পিনাক ১৩৭ রানে অপরাজিত আছেন।ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে আরাফাত সানি দুটি এবং শহিদুল ও আবু হায়দার একটি করে উইকেট নিয়েছেন।

  •