My Sports App Download
500 MB Free on Subscription


দলগত পারফরম্যান্সের অভাবে ব্যর্থ হচ্ছে ফরচুন বরিশাল

হারের বৃত্তে আটকে আছে ফরচুন বরিশাল। নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল বরিশাল। এরপর আরও তিনটি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি। এক তামিম ইকবাল ছাড়া কেউই ব্যাট হাতে দূর্দান্ত কিছু করতে পারছেন না। ফলের হারের বৃত্তটা ভাঙ্গাতো দূরে থাক, উল্টো বড় হচ্ছে। তামিম মনে করেন ম্যাচ জিততে পুরো দলকে বাড়তি কিছু করতেই হতো। কিন্তু সেটি না হওয়াতেই এমন ভাবে হারতে হচ্ছে।

শুক্রবার খুলনার বিপক্ষে ফিরতে লেগেও হেরেছে বরিশাল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই বরিশালকে হারিয়ে ৪৮ রানের দারুন এক জয় তুলে নিয়েছেন খুলনা। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ এভাবে হারাটা কখনই ভালো কোন অনুভূতি না। আমি মনে করি বোলিং ইউনিটে আমরা কিছু ভুল করেছি। আমরা বেশ কিছু বাউন্ডারি এবং কিছু ওয়াইড দিয়েছি। তাদেরকে ১৫০ এর নিচে আটকে দেয়া গেলে, আমাদের জন্য দারুন একটা সুযোগ তৈরি হতো। প্রথম ছয় ওভার পর্যন্ত আমরা ঠিক পথেই ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। আপনি যখন জিতবেন না তখন দোষারোপ করাটা সহজ। আমাদের দলে ভালো ভালো খেলোয়াড় আছে। কিন্তু দল হিসেবে আমরা ক্লিক করতে পারছি না।’

খুব বেশি অভিজ্ঞ ক্রিকেটার না থাকলেও তরুণ অনেক প্রতিভাবান নিয়ে দল গড়েছিল ফরচুন বরিশাল। তাসকিন-আফিফ-মেহেদী-সুমন-সাইফ-আমিনুল-পারভেজদের নিয়ে গড়া দলটির নেতৃত্বে তামিম ইকবাল। দলে প্রতিভার ছড়াছড়ি থাকলেও নির্ভরযোগ্য ক্রিকেটারের অভাববোধ করে টুর্নামেন্ট শুরুর আগে নিজের অনুভূতি জানিয়েছিলেন তামিম, ‘আমাদের পক্ষে ফল পেতে হলে সবাইকে দায়িত্ব নিতে হবে। আমার দলের আউট অব দ্য বক্স কিছু করতে হবে, না হলে কঠিন আমাদের জন্য।’

শুক্রবার ম্যাচ হেরে সেই কথাই মনে করিয়ে দিলেন তামিম, ‘ সর্বশেষ পাঁচ ম্যাচেই একই ঘটনা ঘটেছে। সবকিছুর জন্য আপনি দু-তিনজনকে দোষারোপ করতে পারবেন না। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আপনি অন্য দলগুলোর দিকে দেখুন তারা প্রথম ম্যাচ থেকেই ভালো খেলছে। আমি মনে করি আমাদের দলে আমরা এই জিনিসটা মিস করছি। আফিফ, ইরফানরা জ্বলে উঠতে পারছে না। টুর্নামেন্ট শুরুর আগে আমি বলেছিলাম আমাদের স্কোয়াডে কিছুটা লিমিটেশন আছে। কিন্তু ম্যাচ জিততে আমাদের যে ধরনের খেলোয়াড় আছে, তাদের আউট অব দ্য বক্স খেলতে হবে। দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে আমরা তেমনটা খেলতে পারছি না।’

  •