বয়সটা কেবলই ১৬, এই বয়সের ছেলে-মেয়েরা ছুটে চলে তারুণ্যের অভিলাসে। ব্যস্ত সময় পার করে স্কুলের পড়াশোনায়, মেতে ওঠে সহপাঠীদের সঙ্গে গল্প-গুজবে নয়তো ভেসে বেড়ায় আনন্দ-উল্লাসে। এ যেন ১৬ বছরের কিশোর-কিশোরীদের প্রাত্যহিক রুটিনের এক অবিচ্ছেদ্য অংশ।
ভিন্নতাও আছে। এমনই একজন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার অ্যামি স্মিথ। বয়স ১৬ হলেও পড়াশোনার সঙ্গে নিজেকে চিনিয়েছেন ভিন্নভাবে। মাত্র ১৬ বছর বয়সে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট নারী বিগব্যাশে। শুধু জায়গাই করে নেননি, গড়েছেন রেকর্ডও। প্রথমবারের মতো জায়গা পেয়েই নজর কেড়েছেন গুগলি দিয়ে।
শুধু গুগলিই নয়, ক্রিকেটের সঙ্গে নিজের হোমওয়ার্কটাও সমানতালে করে চলছেন এই তরুণী। সতীর্থরা যখন অবসর সময় কাটাতে ব্যস্ত থাকেন তখন অ্যামিকে ব্যস্ত থাকতে হয় স্কুলের হোমওয়ার্ক নিয়ে। অঙ্কের সঙ্গে শিখতে হচ্ছে ইংরেজি, ইতিহাস এবং ভূগোল। বিবিসির সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারের আগেও অঙ্কের হোমওয়ার্ক করেছিলেন তিনি।
সতীর্থদের চেয়ে তাঁর ব্যস্ততা যেন একটু বেশি। অ্যামিও অবশ্য মজা করে তেমনটাই বলেছেন। সেই নিজের অঙ্কের ভুল শুধরে নিতে নিক ক্যারির মতো সতীর্থ পেয়েছেন এই লেগস্পিনার। এ প্রসঙ্গে অ্যামি বলেন, ‘দলের সতীর্থদের চেয়ে আমাকে একটু বেশি ব্যস্ত থাকতে হয়। (সতীর্থ) নিক ক্যারি মাঝে মধ্যে আমাকে অঙ্ক দেখিয়ে দেয়, ভুল শুধরে দেয়।’
হোবার্ট হ্যারিকেনের হয়ে খেলা এই স্পিনার বিগ ব্যাশে নিজের প্রথম উইকেট হিসেবে তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার লিজলে লির উইকেট। লিজলেকে আউট করে রেকর্ড গড়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে লিজলের উইকেট তুলে নিয়েছেন এই অ্যামি। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর ১১ মাস ১৮ দিন।
ওই ওভারেই অবশ্য সাজঘরে ফিরিয়েছিলেন অ্যাশলে গার্ডনার ও এরিন বার্নসকে। এছাড়া র্যাচেল হেইনেসের মতো ক্রিকেটারকেও আউট করেছেন তিনি। ১৩ ম্যাচ খেলে ৮ আউট উইকেট শিকার করেছেন এই তরুণী। যদিও তাঁর দল প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছে। তবে কয়েকটি ম্যাচে ভালো করলেও বেশ কয়েকটি ম্যাচে নিজের পারফরম্যান্স খুশি নন তিনি। তাঁর ভাষ্য, ‘কিছু ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট নই।’
নিজের লেগ স্পিনের আদর্শ মানেন তাঁরই দেশের সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার শেন ওয়ার্নকে। তবে ওয়ার্নের চেয়ে একটু দ্রুত হাত ঘোরান অ্যামি। গুগলি ও ফ্লাইটেও বেশ ভালো দখল। তবে সে দখল কতটা ধরে রাখতে পারবেন সেটা হয়তো সময়ই বলে দেবে। আপাতত গুগলির সঙ্গে সমানতালে নিজের হোমওয়ার্ক করে যাচ্ছেন ১৬ বছর বয়সী এই তরুণী।