বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে আলোচনা হচ্ছে ভারতের অস্ট্রেলিয়া সিরিজ এবং রোহিত শর্মার ইনজুরি নিয়ে। তবে এবার সেই আলোচনার সঙ্গে যোগ হয়েছে নতুন এক আলোচনা। ভারতীয় দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের মাঝে কতটা সমন্বয়ে আছে তা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের সাবেক পেসার এবং ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য মদন লাল।
তিনি মনে করেন, ভারতীয় দলে যতটা যতটা সমন্বয় থাকা দরকার তা হচ্ছে না। তাঁর সেটা বলার পিছনেও অবশ্য যথেষ্ঠ কারণ আছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য সমাপ্ত আসরের শেষ দিকে এসে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রোহিত। শোনা যাচ্ছিলো দুই সপ্তাহের মতো বাইরে থাকতে হবে তাকে।
সেই সময়ে অস্ট্রেলিয়ার সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি ডানহাতি এই ব্যাটসম্যান। যদিও কয়েকদিনের মধ্যেই ৭০ শতাংশ ফিট হয়েই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নামেন এই ওপেনার। রোহিতের চোট নিয়ে সম্প্রতি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন, রোহিতের চোটের ব্যাপারে তাঁর কাছে স্পষ্ট কোন তথ্য নেই।
আর এ প্রসঙ্গেই মঙ্গলবার এক সংবাদ সংস্থাকে মদন বলেন, ‘সাংবাদিকদের বিরাট যা বলেছে, তাতে আমি ওকে পূর্ণ সমর্থন করি। অধিনায়কের সঙ্গে স্বচ্ছতা প্রয়োজন। সে দলকে এগিয়ে নিয়ে যাবে, তার সব কিছু জানাটা দরকার। রোহিত কেন পুরো সুস্থ না হয়ে আইপিএল খেললো, সেটা ও (রোহিত শর্মা) এবং তার দল মুম্বাই ইন্ডিয়ান্সই বলতে পারবে। ভারতীয় দলে যে পর্যায়ের যোগাযোগ হওয়া উচিত তা হচ্ছে না।’
ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খুইয়েছে কোহলির দল। অজিদের বিপক্ষে সিরিজ হারা নিয়ে তিনি জানিয়েছেন, স্টিভেন স্মিথ এবং ওয়ার্নার থাকায় তাদের শক্তি বেড়েছে। সেই সঙ্গে বোলাররা উইকেট নিতে না পারায়ও ভারত পেরে উঠতে পারছে না বলে মন্তব্য করেছেন তিনি।
এ প্রসঙ্গে মদনের ভাষ্য, ‘আমাদের বোলিং অ্যাটাক ঠিক মতো কাজ করল না। গতবার স্মিথ এবং ওয়ার্নার ছিল না, এই সিরিজে বিশ্ব সেরা দুই ব্যাটসম্যান ফিরতেই অন্য চিত্র দেখা যাচ্ছে। বোলাররা উইকেট নিতে না পারায় অস্ট্রেলিয়া প্রচুর রান তুলে ফেলছে। যে কারণে ভাল ব্যাটিং করেও সেই রান তোলা সম্ভব হচ্ছে না।’
হোয়াটওয়াশ এড়ানোর লক্ষ্যে খেলতে নামার আগে ভারতীয় বোলারদের উইকেট টু উইকেট বল করার পরামর্শ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বোলাররা উইকেট নিতে পারছে না, এটাই আসল সমস্যা। ফিল্ডিংয়েও বেশ কিছু সমস্যা রয়েছে। ফিল্ডাররা যদি বোলারদের সাহায্য না করতে পারে তা হলে দল বিপদে পড়বে।’