My Sports App Download
500 MB Free on Subscription


হোল্ডার-পোলার্ডরা না থাকলেও জমজমাট সিরিজের আশায় আকরাম

আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। আসন্ন এই সফরকে সামনে রেখে ইতোমধ্যে ওয়ানডে এবং টেস্ট দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড । যেখানে দলের বড় তারকাদের ছাড়াই স্কোয়াড দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

এমন স্কোয়াড দেখে রীতিমতো অবাক হয়েছেন ক্রিকেট সমর্থকরা। সমর্থকদের মতো বিস্মিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। যদিও তিনি মনে করছেন, ওয়েস্ট ইন্ডিজের বড় তারকারা না থাকলেও গুরুত্ব হারাবে না সিরিজ।

বাংলাদেশ সফরের দল থেকে করোনাভাইরাসের কারণে নিজেদের সরিয়ে নিয়েছেন টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার এবং ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ড। শুধু তাই নয়, অভিন্ন কারণে তাদের পাশাপাশি সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আরও ৮ ক্রিকেটার।

এছাড়া ব্যক্তিগত কারণে সফরে থাকছেন না আরও দুই ক্রিকেটার। করোনা পরিস্থিতিতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড সফর করার পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইাজি লিগ খেলছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। তারপরও করোনা আতঙ্কে নিজেদের সরিয়ে নিয়েছেন তারা। তারপরও আসন্ন এই সিরিজে দারুণ লড়াই হবে বলে আশাবাদী আকরাম।

এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘বিসিবির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমি দিচ্ছি না, তবে ব্যক্তিগতভাবে আমি অবাক হয়েছি এতজন খেলোয়াড় আসবে না বলে। ওদের কাছ থেকে এরকম কোনো ইঙ্গিত আমরা দল ঘোষণার আগে পাইনি। তবে এটা ওদের ব্যাপার। এসব সিদ্ধান্তের ক্ষেত্রে ক্রিকেটারদের যথেষ্ট স্বাধীনতা দেয় ওদের বোর্ড।’

তিনি আরও বলেন, ‘ওখানে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনও বেশ শক্ত। অনেকে আসছে না মানেই ওদের দল খারাপ হয়ে যায়নি। আমাদের জন্য যথেষ্টই চ্যালেঞ্জিং হবে। সিরিজের গুরুত্বও কমছে না। টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগের খেলা, আশা করি ভালো লড়াই হবে।”

  •