My Sports App Download
500 MB Free on Subscription


ভাগ্যিস পেইন পাকিস্তানের হয়ে খেলে না: কামরান আকমল

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনের সমালোচনা করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। তার মতে পেইনের ভাগ্য ভালো তিনি পাকিস্তানের ক্রিকেটার নন। সিডনি টেস্টে যেসব ক্যাচ তিনি হাতছাড়া করেছেন এর ফলে তাঁকে অনেক সমালোচনা সহ্য করতে হতো। 

সিডিনি টেস্টে অস্ট্রেলিয়াকে ডুবিয়েছে মূলত ক্যাচ মিস। শেষদিনে ৪টি ক্যাচ মিস করেছে স্বাগতিকরা। তারমধ্যে ৩টি ক্যাচ গ্লাভসবন্দী করতে পারেননি অধিনায়ক-উইকেটরক্ষক পেইন। এ কারণে তাঁকে সমালচনায় বিদ্ধ করছেন সমালোচকরা। এই সুযোগটি ছাড়েননি কামরানও।

পাকিস্তানের এই ক্রিকেটার মনে করেন সব উইকেটরক্ষকই ক্যাচ হাতছাড়া করে। তবে তাঁকে নিয়ে সমালোচনাটা একটু বেশিই হতো। মূলত এ কারণেই চটেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সম্প্রতি ইউটিউবে এক আড্ডায় এ কথা বলেছেন ৩৮ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

তিনি বলেন, 'অস্ট্রেলিয়া জয় উৎযাপন করতে পারতো যদি তারা ক্যাচগুলো ধরতে পারতো। যদিও এটা হয়নি। মূলত ফিল্ডিংই এটা হতে দেয়নি। মাঠে ভালো দিন খারাপ দিন যেতেই পারে। বিশেষ করে অস্ট্রেলিয়ানরা খুব বেশি সুযোগ হাতছাড়া করে না। তারা এক দিনই তাদের সুযোগ হাতছাড়া করে। টিম পেইন খুবই খারাপ করেছে। এটা হতেই পারে। প্রত্যেক উইকেটরক্ষকই ক্যাচ হাতছাড়া করে কিন্তু আমরা কি তাঁকে নিয়ে কিছু বলবো?'

সিডনি টেস্টের কোনো অংশেই মনে হয়নি অস্ট্রেলিয়া জয়ের জন্য খেলছে না। এই বিষয়টিই পছন্দ হয়েছে কামরানের। তার বিশ্বাস এই টেস্টে এটাই তাদের সবচেয়ে বড় অর্জন। পাকিস্তানের এই উইকেটরক্ষকের ধারণা পাকিস্তান ম্যাচের শেষ পর্যন্ত জয়ের আশা করে গেছে।

কামরান বলেন, 'এটা ভালো যে পাকিস্তান এখানে খেলছে না। অথবা সে পাকিস্তান দলে নেই। তাহলে তাঁকে অনেক সমালোচনায় পড়তে হতো। আমি এখন দেখবো তার কি বলে (সমালোচকরা)। দারুণ একটি ম্যাচ ছিল এটা এবং অস্ট্রেলিয়া অনেক চেষ্টা করেছে। তারা ম্যাচের কোথাও আত্মবিশ্বাস হারায়নি যে ম্যাচ জিততে পারবে না। এটাই তাদের সবচেয়ে বড় অর্জন।'