ওয়ানডে সিরিজের আগে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। বিকেএসপিতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ব্যাটিং প্রস্তুতিটা ভালোই হয়েছে সফরকারীদের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে ২ রানে জিতেছে শ্রীলঙ্কা বি দল।
শ্রীলঙ্কা বি দল আগে ব্যাটিং করতে নেমে নিরোশান ডিকাবেলা ৮৮ ও কুশল মেন্ডিসের ৬৯ রানের উপর ভর করে নির্ধারিত ৪০ ওভারে ২৮৪ রান সংগ্রহ করে। ডিকাবেলা ৬৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় নিজের ৮৮ রানের ইনিংসটি সাজিয়েছেন। অন্যদিকে কুশল মেন্ডিস ৪৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংসটিকে। এই দুই ব্যাটসম্যান ছাড়াও চামিকা করুণারত্নে ৩৫ লাকশান সান্দাকান ২৭ রানের ইনিংস খেলেছেন। সবমিলিয়ে ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে বি দলের সংগ্রহ দাঁড়ায় ২৮৪।
ব্যাটিং বান্ধব উইকেটে লঙ্কান এ দলের বোলারদের কঠিন সংগ্রাম করতে হয়েছে। ইসুরু উদানা, দানুশকা গুনাথিলাকা, অজিথা ফার্নান্ডো ও ভানিন্দু হাসারাঙ্গা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
২৮৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালোই ব্যাটিং অনুশীলন হয়েছে লঙ্কান এ দলের ব্যাটসম্যানদের। ভানিন্দু হাসারাঙ্গা ৭৯ ও অশেন বান্দারা ৮০ রানের ইনিংস খেলেছেন। পাশাপাশি অলরাউন্ডার ইসুরু উদানার ব্যাট থেকে আসে ৪৭ রানের ইনিংস। যদিও শেষ পর্যন্ত ৩৭.২ ওভারে ২৮২ রান তুলতেই অলআউট হয় এ দল।
বি দলের বোলারদের মধ্যে অবশ্য দারুন বোলিং করেছেন চামিকা করুণারত্নে। ৪০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া দুষ্মন্থ চামিরা, চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্ডো ও লাকশান সান্দাকান একটি করে উইকেট নিয়েছেন।